সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় সপ্তাহদুয়েক। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Shahjahan Sheikh)। কোথায় আছেন সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা, তা নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকার।
প্রাক্তন বাম বিধায়কের দাবি, “সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। গত পরশু দেখেছি সন্দেশখালি থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গিয়েছেন। কড়াকাঠি প্রধানের বাড়িতে রাত কাটিয়েছেন।” পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন বাম বিধায়ক। তাঁর অভিযোগ, “পুলিশ জানা সত্ত্বেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে না। পুলিশই তাকে নিরাপত্তা দিচ্ছে।” প্রাক্তন বাম বিধায়কের আরও দাবি, “মুখ্যমন্ত্রীর নির্দেশ না পাওয়া পর্যন্ত গ্রেপ্তার করবে না। কারণ, শাহজাহান ধরা পড়লে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে। এতদিন বামপন্থীরা বলত কান টানলে মাথা আসবে। শাহজাহান ধরা পড়লে মাথারা বেরিয়ে আসবে। সে কারণেই ওকে গ্রেপ্তার করা হচ্ছে না।”
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক হামলার শিকার হন। তার পর থেকে ফাঁকা সাম্রাজ্য। দেখা নেই শেখ শাহাজাহানের। ইডি প্রাথমিকভাবে দাবি করেন, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন তৃণমূল নেতা। তবে পরে যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশ নয়, সুন্দরবনের আশেপাশেই রয়েছেন শাহজাহান। আবার বাম বিধায়কের দাবিও প্রায় একইরকম। শাহজাহানের খোঁজে তাঁর বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তা সত্ত্বেও এখনও ধরা পড়েননি তৃণমূল নেতা। কিন্তু কীভাবে প্রাক্তন বাম বিধায়ক তাঁকে চাক্ষুষ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.