Advertisement
Advertisement

বেঙ্গালুরুতে প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মন

রাজ্য সরকারের খরচে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি।

Former Minister passes away
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 10, 2019 1:18 pm
  • Updated:February 10, 2019 1:18 pm

রাজ কুমার, আলিপুরদুয়ার: বাম আমলের দাপুটে মন্ত্রী ছিলেন। কিন্তু শেষ বয়সে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। রবিবার বেঙ্গালুরুর হাসপাতালে প্রয়াত হলেন প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মন। মৃত্যুকালে বয়স হয়েছিল সত্তর বছর।

[ বিধায়ক খুনে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড থানার ওসি ও দেহরক্ষী]

Advertisement

এ রাজ্যে তখন ক্ষমতায় বামেরা। রাজ্যের বনমন্ত্রী হন আলিপুরদুয়ারের ফালাকাটার তৎকালীন বিধায়ক যোগেশ বর্মন।রাজনৈতিক মহলে ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।জনপ্রিয় ছিলেন বনদপ্তরেও। অনেকেই বলেন, এ রাজ্যে যতজন বনমন্ত্রী হয়েছেন, তাঁদের মধ্যে যোগেশ বর্মনই সেরা। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী। লিভার প্রতিস্থাপন করাতে বেঙ্গালুরুতে গিয়ে সর্বস্বান্ত হতে হয় যোগেশবাবুকে। শেষপর্যন্ত অর্থের অভাবেই ভরতি হন কলকাতা এসএসকেএম হাসপাতালে। জানুয়ারিতে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মনের কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকেই ফোনে বাম জমানার বনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। যোগেশবাবুর চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য ৩৭ লক্ষ্য টাকা মঞ্জুরও করেছিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের খরচে ফের বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মন। ভরতি ছিলেন সেখানকার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার সকালে মারা গেলেন ফলাকাটার প্রাক্তন বাম বিধায়ক। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

[ কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement