Advertisement
Advertisement

একজনের থেকে অগ্রিম নিয়ে অন্যজনকে বাস বিক্রি! অভিনব প্রতারণা মহিলার

তদন্তে নেমে চক্ষু ছানাবড়া পুলিশের।

Forgery reported in Tehatta

প্রতীকী ছবি

Published by: Subhamay Mandal
  • Posted:November 10, 2018 4:49 pm
  • Updated:November 10, 2018 4:49 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: একই বাস একজনের কাছে বিক্রির জন্য অগ্রিম টাকা নেওয়ার পর অন্যজনের কাছে ভাড়া খাটানোর অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তি ওই মহিলার নামে প্রতারণার অভিযোগ করেছেন পুলিশের কাছে। পালটা ওই গৃহবধূও বাস চুরি হয়েছে বলে অভিযোগ এনেছে করিমপুর থানায়। তদন্তে নেমে পুলিশের চক্ষু ছানাবড়া। প্রতারিত দুই ব্যক্তিকে তেহট্ট কোর্টে গোপন জবানবন্দি করালেও অভিযুক্ত গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সীমান্ত করিমপুর থানার এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহট্ট থানার হরিপুরে থাকেন আয়েশা বিবি। তিনি আট বছর আগে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। ঋণের টাকা-সহ ন’লক্ষ টাকা দিয়ে সেই সময় একটি সেকেন্ড হ্যান্ড বাস ক্রয় করেন। কিন্তু তিন বছর (২০১৫) আগে বাসটি বিক্রি করার জন্য আয়েশা বিবি হোগলবেড়িয়া থানা এলাকার শাজাহান শেখের কাছ থেকে দেড় লক্ষ টাকা অগ্রিম নেন। এগ্রিমেন্টে গাড়ি বাবদ সাত লক্ষ টাকা দিলেই শাজাহানের গাড়ি হবে বলে বলা হয়। সেইমতো গাড়ির কাগজপত্র করতে আয়েশা বিবির সঙ্গে শাজাহান শেখ মেদিনীপুরে যান। সেখানে গিয়ে জানা যায়, আয়েশা বিবি অন্যজনের কাছে বাস বিক্রি করতে ইচ্ছুক হওয়ায় সেই ব্যক্তিও গাড়িটি নিজের নামে করার জন্য কাগজপত্র আরটিও অফিসে জমা দিয়েছেন। এরপর থেকে শাজাহানকে ওই বাস আর বিক্রি করেননি আয়েশা। এমনকি টাকাও ফেরত দেননি।

Advertisement

[রথের চাকায় বিরোধীদের পিষে মারার হুমকি, বিতর্কে লকেট]

দিন চারেক আগে করিমপুর রোডে বাসটিকে দেখতে পেয়ে শাজাহান হতচকিত হয়ে যান। যে বাস কেনার জন্য টাকা অগ্রিম দেওয়া হয়েছে সেই গাড়িটির নম্বর এই গাড়ির নম্বর এক হলেও গাড়ির নাম ‘পরমেশ্বর’ মুছে দেওয়া হয়েছে। সেই জায়গায় ‘আয়েশা আর্মিন’ নাম রাখা হয়েছে। এমনকি নস্যি রঙ বদলে সবুজ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে কেন প্রতারণা করা হল এ প্রশ্ন তুলে শাজাহান যোগাযোগ করেন আয়েশা বিবির সঙ্গে। হয় বাস বিক্রি করা হোক নতুবা দেড় লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হোক। এ কথা বলেন শাজাহান। এ নিয়ে শাজাহান আয়েশার নামে প্রতারণার অভিযোগ করেন করিমপুর থানায়। পরের দিন আয়েশা বিবি তাঁর বাস করিমপুর বাসস্ট্যান্ড থেকে চুরি হয়েছে বলে অভিযোগ করেন পুলিশের কাছে।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাস চুরি হয়নি। তিন মাস আগে আয়েশার কাছ থেকে করিমপুরের বিপুল দত্ত বাস ভাড়া নিয়েছেন। বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিয়ে-সহ একাধিক ক্ষেত্রে ভাড়া খাটানোর জন্য। তার জন্য অর্ধেক টাকা বাসের মালিককে দিতে হবে এই চুক্তি হয়েছে। শেষ পর্যন্ত বাসটি পুলিশ থানায় আটক করেছে। একইসঙ্গে বিপুল দত্ত, শাজাহান শেখ ও আয়েশা বিবিকে জিঞ্জাসাবাদ করা হয়েছে। বিপুল দত্ত, শাজাহান শেখকে পুলিশ তেহট্ট কোর্টে গোপন জবানবন্দি নিয়েছে। ঘটনা প্রসঙ্গে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আয়েশা বিবির নামে প্রতারণার অভিযোগ হয়েছে। এর আগেও চুরির অভিযোগ করে ইনসোরেন্সের টাকা নিয়েছেন এমন ঘটনা হয়েছে। আমরা আরও তদন্ত করছি।’

[ভাইফোঁটার রাতে বোনের শ্লীলতাহানি রুখতে গিয়ে আক্রান্ত দাদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement