Advertisement
Advertisement

লাদেনকে ধরেছিল এরই স্বজাতি, গরুমারার সুরক্ষায় এবার আসছে বেলজিয়ান সারমেয়

বনদপ্তরের উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশপ্রেমীরা।

Forest department to rope in dogs to thwart poaching at Gorumara forest

ছবি প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:June 21, 2020 10:49 pm
  • Updated:June 21, 2020 10:49 pm  

অরূপ বসাক, মালবাজার: নিরাপত্তা আঁটসাট হচ্ছে গরুমারা অভয়ারণ্যে। যার জন্য এবার সেখানে আসতে চলেছে প্রশিক্ষিত কুকুর। দেড় বছরের ওরল্যান্ডকে নিয়ে আসা হচ্ছে গরুমরায়। তবে ওরল্যান্ড যে সে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয়। বেলজিয়ান মেলিনয় প্রজাতির এই সারমেয়র ‘পূর্বপুরুষ’ই ওসামা বিন লাদেনকে ট্র্যাক করার দায়িত্বে ছিল।

রবিবার গরুমারা অভয়ারণ্য সূত্রে খবর, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তিন মাসের প্রশিক্ষণ শেষে নিয়ে আসা হচ্ছে ওই প্রশিক্ষিত কুকুরকে। প্রথমে তাকে কলকাতায় এনে সল্টলেক ডিয়ার পার্কে শারীরিক পরীক্ষা করা হবে। সোমবারই গরুমারায় কাজে যোগ দেবে ওরল্যান্ড। কিন্তু কেন তাকে আনার প্রয়োজন হল?

Advertisement

[আরও পড়ুন: বর্ষায় পর্যটকদের কাছে টানতে প্রস্তুত পুরুলিয়ার ‘গাছবাড়ি’, জানতে পারবেন পুরনো ইতিহাসও]

আসলে গরুমারায় জীবজন্তুদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিতই হয়ে পড়েছিলেন বনদপ্তরের কর্মীরা। দিনরাত এক করে অভয়ারণ্যে নিরাপত্তা দেওয়ার পরও চোরাকারবার বন্ধ করা যাচ্ছিল না। একের পর এক বন্যপ্রাণী, বিশেষ করে গন্ডার চোরা শিকারিদের জালে ধরা পড়ছিল। ফলে গরুমারার নিরাপত্তা বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিল সংশ্লিষ্ট দপ্তর। তারপরও ফি বছর এই অভয়ারণ্যে প্রাণ হারাচ্ছে একশৃঙ্গ গন্ডার। মাঝেমধ্যে এখানকার বিভিন্ন জায়গায় অজ্ঞাত পরিচয় সন্দেহভাজনদের দেখাও মিলছিল। তাদের ধরতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল বনদপ্তরের কর্মীদের। এবার সেই সব চোরাশিকারিদের ‘শবক শেখাতে’ই আনা হচ্ছে প্রশিক্ষিত কুকুর।

রাজ্য বনদপ্তরের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানান, তিন মাসের প্রশিক্ষণ শেষে সোমবারই গরুমারায় কাজে যোগ দেবে ওরল্যান্ড। আর এতেই খুশি পরিবেশপ্রেমীরা। তাঁর আশা, এবার চোরাশিকারে লাগাম টানা সম্ভব হবে। বনদপ্তরের উদ্যোগের প্রশংসা করে পরিবেশপ্রেমী অসিত ঘোষ, সুজিত দাস বলেন, এই সময় জঙ্গল তিন মাসের জন্য বন্ধ। আর এই সুযোগে জঙ্গল এলাকায় চোরাশিকারিদের দৌরাত্মও বাড়বে। এই সময় প্রশিক্ষিত সারমেয় আসলে, বন্য জন্তুদের রক্ষা করা সম্ভব হবে। শোনা যাচ্ছে, এই প্রজাতির একটি কুকুরকে পাঠানো হবে সুন্দরবনে। আরও দুটি কুকুর যাবে উত্তরবঙ্গে।

[আরও পড়ুন: রিষড়ায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের জেরে উত্তেজনা, সায়ন্তনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement