Advertisement
Advertisement

Breaking News

Segun wood

জলের বোতলের আড়ালে সেগুন কাঠ পাচার! বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গাছের গুঁড়ি

কোন জঙ্গল থেকে কাটা হচ্ছে কাঠ? তদন্তে বনদপ্তর।

Forest Department seized Segun wood worth 2 lakhs | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2023 7:19 pm
  • Updated:May 22, 2023 7:19 pm  

অরূপ বসাক, মালবাজার: এবার চোরা কারবারিরা সেগুন কাঠ পাচারের জন্য ঢাল হিসেবে বেছে নিয়েছিল জল! তাতে অবশ্য শেষরক্ষা হল কই? গোপন সূত্রে খবর পেয়ে ‘মিনারেল ওয়াটার’ বোঝাই গাড়িকে ধাওয়া করে নিচে লুকিয়ে রাখা সমস্ত কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তরের ডায়না রেঞ্জ।

বাজেয়াপ্ত হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। এপ্রসঙ্গে রেঞ্জার অশেষ পাল বলেন, “আমাদের চোখকে ধুলো দেওয়ার জন্যই এমন ফন্দি। এতে লাভ নেই। বনকর্মীরা সজাগ রয়েছেন। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গাড়িটি কার সে ব্যাপারে খোঁজখবর শুরু হয়েছে। অবৈধ কাঠ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Advertisement

[আরও পড়ুন; তৃতীয় বন্দে ভারত পেল রাজ্য, হল ট্রায়াল রানও, জেনে নিন এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ]

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের কাছে আগে থেকেই খবর ছিল জলের বোতল ভরতি একটি গাড়িতে কাঠ পাচারের চেষ্টা হবে। সেই মোতাবেক নাগরাকাটা লাগোয়া ১৭ নম্বর (৩১ সি) জাতীয় সড়কের টোলপ্লাজার সামনে রবিবার রাতে, আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন রেঞ্জারের নেতৃত্বে ডায়না বিটের বিট অফিসার স্বপন সাহা-সহ অন্যান্য বনকর্মীরা। সন্দেহজনক গাড়িটি কাছে আসতেই বনকর্মীদের দেখে পালানোর চেষ্টা করে। পালটা ধাওয়া শুরু হয় বনকর্মীরাও। বেগতিক দেখে কিছুটা দূরেই রাস্তার ধারে গাড়িটিকে রেখে চালক চম্পট দেন।

গাড়ির উপরে সার দিয়ে রাখা ছিল জলের বোতল। সেগুলি সরাতেই চোখ কপালে ওঠার জোগাড় বনকর্মীদের। জলের বোতলগুলির নিচে একটি ত্রিপল বিছিয়ে সেগুন কাঠের লগ নিপুণ কায়দায় সাজিয়ে রাখা। পরে কাঠ-সহ জলের গাড়িকে বন দপ্তরের ডায়না রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। গাড়ি-সহ সমস্ত অবৈধ কাঠ বাজেয়াপ্ত করা হয়। কাঠগুলি কোন জঙ্গলের তা জানার চেষ্টা করছে বনদপ্তর। গাড়িটির গতিমুখ জাতীয় সড়ক থেকে বানারহাটের দিকে ছিল। তবে কোথায় কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তদন্ত করে দেখছে বনদপ্তর।

[আরও পড়ুন; রাজ্যে কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য, কয়লা খনি সম্প্রসারণে ইসিএলকে জমি দিচ্ছে নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement