Advertisement
Advertisement

Breaking News

২০ মাস জাহাজে বন্দি, সিটু নেতাদের তৎপরতায় মুক্ত দুই বিদেশি নাবিক

ফলতায় জাহাজ মেরামতি করাতে এসে বিপত্তি।

Foreign sailors rescued
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 11, 2018 7:31 pm
  • Updated:December 11, 2018 7:31 pm  

তনুময় ঘোষাল: ভিসার মেয়াদ শেষ। প্রায় দুই বছর ধরে জাহাজে আটকে ছিলেন ক্যাপ্টেন-সহ দুই ভিনদেশি নাবিক। তাঁদের জাহাজ থেকে নামার অনুমতি দিচ্ছিল না প্রশাসন। শেষপর্যন্ত সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর স্থানীয় নেতৃত্বের তৎপরতায় মুক্তি পেলেন বিদেশিরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। মঙ্গলবার রাতে বিমানে দেশে ফিরেন যাচ্ছেন ফিলিপিন্স ও নিকিরাগুয়ার দুই নাবিক।

[বিজেপির বনধে সাড়া মিলল না, দুর্গাপুরে গ্রেপ্তার লকেট-সায়ন্তন]

Advertisement

জানা গিয়েছে, প্রায় ২০ মাস আগে মেরামতির জন্য ফলতায় নোঙর করেছিল তানজানিয়ার একটি জাহাজ। জাহাজে ক্যাপ্টেন ছাড়াও ছিলেন একজন ইঞ্জিনিয়ার ও একজন নাবিক। নাবিক ভারতীয় হলেও, জাহাজটির ক্যাপ্টেন ও ইঞ্জিনিয়ার বিদেশি। একজন ফিলিপিন্সের নাগরিক, আর একজন মধ্য আমেরিকার ছোট্ট দেশ নিকারাগুয়ার বাসিন্দা। নির্দিষ্ট সময়ে জাহাজের মেরামতির কাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু, ততদিনে বিদেশিদের ভিসার মেয়াদও ফুরিয়েছে। অর্থাৎ নিয়ম অনুযায়ী, থাকা তো দূর অস্ত ফিলিপিন্স ও নিকারাগুয়োর ওই দুই নাগরিকের এদেশে প্রবেশ করারও অধিকার ছিল না। তার জেরেই ঘটে বিপত্তি। বিদেশি নাবিকদের ফলতায় নামতে দিচ্ছিল না স্থানীয় প্রশাসন ও পুলিশ। প্রায় কুড়ি মাস জাহাজের আটকে ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে থেকে গিয়েছিলেন ভারতীয় নাবিকও। ঘটনাটি জানতে পেরেই তৎপর হয় সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর স্থানীয় নেতৃত্ব।

দক্ষিণ ২৪ পরগনার ফলতার সিটু নেতা অনিলবরণ দাস জানিয়েছেন, নাবিকদের মুক্ত করতে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। গোটা ঘটনাটি জানানো হয় মন্ত্রকের আধিকারিকদের। শেষপর্যন্ত দেশের ফেরার অনুমতি পান বিদেশি জাহাজের নাবিকরা।

[ মহিলাকে অশ্রাব্য গালিগালাজ সিপিএম নেতার, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement