শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: পুজোর সময় বাজার ধরতে সীমান্ত টপকে আসা বিপুল পরিমাণ বিদেশি পোশাক পাচারের ছক অভিযান চালিয়ে বানচাল করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির কেন্দ্র সেভক রোডে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান ওই বিপুল পরিমাণ বিদেশি পোশাক ও জুতো উদ্ধার করে ডিআরআই। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা সাগর ছেত্রী, দার্জিলিং জেলার রম্ভির বাসিন্দা অরুণ তামাং, মাল্লির বাসিন্দা গোপাল খাবাস ও মহেশ শর্মা। ধৃত চারজনকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডিআরআই আধিকারিকদের হাতে। জানা গিয়েছে, ইন্দো-চীন নাথুলা সীমান্ত দিয়ে আনা হয়েছিল ওই বিপুল পরিমাণ পোশাক ও জুতো। উদ্ধার হওয়া সামগ্রীর বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লক্ষ ৪৭ হাজার টাকা। পাচারে ব্যবহার করা দুটি ট্রাক বাজেয়াপ্ত করেছে ডিআরআই। উদ্ধার হওয়া সামগ্রী চিন ও ভিয়েতনামের বলে জানা গিয়েছে।
সরকারি আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, ঘটনায় এই চার জন সরাসরি যুক্ত রয়েছে। নাথুলা সীমান্ত পার করার পর শিলিগুড়িতে ওই সামগ্রী এই চার জন নিয়ে আসে। শিলিগুড়িতে একটি গুদামে রাতের অন্ধকারে মজুত করার কথা ছিল। ইন্দো-চীন সীমান্ত দিয়ে ব্যবসার আড়ালে ওই বিপুল পরিমাণ পোশাক ও জুতো নিয়ে আসা হয়েছিল।” তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ট্রাকের নম্বরের মাধ্যমে মালিকের খোঁজ শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার ধৃত চারজন নাথুলা থেকে ওই সামগ্রী নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার রাতে সেবক রোডে পৌঁছয়। সেবক রোডের একটি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে দুই ট্রাক ভরতি সামগ্রী আটক করা হয়। পুজোর সামনে ওই বিদেশি পোশাক শিলিগুড়ির বাজারে বিক্রি করা হত। ঘটনায় শিলিগুড়ির বেশ কিছু বড় কাপড়ের ব্যবসায়ী সরাসরি জড়িত রয়েছেন। পোশাকের মধ্যে মূলত চীনে তৈরি হওয়া মহিলা ও পুরুষের সোয়েটার ও জ্যাকেট রয়েছে। পাশাপাশি ভিয়েতনামের জুতো রয়েছে পাচারের সামগ্রীর মধ্যে। ইন্দো- চীন নাথুলা সীমান্ত দিয়ে ব্যবসার আড়ালে ওই বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে আসা হয়েছিল। সেবক রোডেরই একটি গুদামে মজুত করার কথা ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.