ব্রতদীপ ভট্টাচার্য: দুর্গাপুজো শেষ৷ রাস্তার দু’ধারে ঝরা কাশের বন জানান দিচ্ছে শরত্ পেরিয়ে আসছে হেমন্ত৷ এবার তাই কালীপুজোর জন্য সেজে উঠছে শহর থেকে শহরতলি৷ কালীপুজোয় বিখ্যাত উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতে এখন প্রস্তুতি তুঙ্গে৷ তাই সজাগ পুলিশও৷ কালীপুজোকে কেন্দ্র করে চাঁদার জোরজুলুমের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ৷ জোর করে চাঁদা আদায় করতে গেলে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ৷
বহু বছর ধরেই কালীপুজোয় শিরোনামে থাকে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত৷ বর্তমানে শুধু বারাসত নয়, জেলার অন্যান্য প্রান্তেও বড় বাজেটের পুজো করেন উদ্যোক্তারা৷ তবে এই বড় বাজেটের পুজোর জন্য অনেক সময়ই চাঁদার জুলুমের কবলে পড়তে হয় এলাকার মানুষকে৷ তাই এবার আগে থেকেই তৎপর পুলিশ৷ কোনও ক্লাব অথবা পুজো কমিটি চাঁদা নিয়ে জোরজুলুম করলে থানায় খবর দিলেই এলাকায় পৌঁছে যাবে পুলিশ৷ অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা৷
চলতি বছর দুর্গাপুজোয় চাঁদার জোরজুলুমের অভিযোগে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ৷ দুর্গাপুজোর আগে জেলায় চাঁদার জুলুমের বিরুদ্ধে প্রায় পাঁচটি পৃথক মামলা রুজু হয়েছে৷ অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে জামিন আযোগ্য ধারায় মামলা রুজু করছে পুলিশ৷ উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, “কালীপুজোয় চাঁদার জোরজুলুমের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷ এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফোনে অথবা সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানানো যাবে৷ চাঁদার জোরজুলুমে অভিযুক্তদের গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে৷”
শুধু বাড়ি, দোকান অথবা দফতরেই নয়৷ রাস্তা আটকে গাড়ি থামিয়েও জোর করে চাঁদা আদায় করেন পুজো কমিটির সদস্যরা৷ জেলা সুপার আরও জানান, জেলার সমস্ত রাস্তায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে৷ গাড়ি থামিয়ে চাঁদা তুললেই তাদের বিরুদ্ধে একইভাবে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ৷ উত্তর ২৪ পরগনা জেলার উপর দিয়ে দু’টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক গিয়েছে৷ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী গাড়ি যাতায়াত করে৷ তাই এই জাতীয় সড়কগুলির উপরও বাড়তি নজরদারি থাকবে পুলিশের৷ চাঁদার জুলুমবাজি ছাড়াও প্রতিটি পুজো মণ্ডপের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবে জেলা পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.