Advertisement
Advertisement

Breaking News

ট্রেকিং, তীর্থ আর উষ্ণ প্রস্রবণ নিয়ে নতুন রূপে সাজছে বক্রেশ্বর

পর্যটনকে ঘিরে আরও উন্নয়নের জন্যই এই পর্ষদ গড়ে উঠবে৷

For Making Tourism Better, Bakreswar Is Getting A Makeover
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2016 10:44 am
  • Updated:May 20, 2023 3:16 pm  

স্টাফ রিপোর্টার: বক্রেশ্বরকে কেন্দ্র করে উন্নয়ন পর্ষদ করছে রাজ্য সরকার৷ নাম হবে, বক্রেশ্বর ডেভলপমেণ্ট অথরিটি বা বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ৷
বীরভূমের বক্রেশ্বরে নানা পর্যটন কেন্দ্র রয়েছে৷ সে সব কেন্দ্র ঘিরে সাধারণ মানুষের আকর্ষণ রয়েছে৷ সেই পর্যটনকে ঘিরে আরও উন্নয়নের জন্যই এই পর্ষদ গড়ে উঠবে৷
উল্লেখ্য, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ বহু পুরনো৷ দেশ-বিদেশেও এর প্রচার রয়েছে৷ অগ্নিকুণ্ড, ব্রহ্মকুণ্ড-সহ আটটি গরম জলের কুণ্ড নিয়ে এই প্রস্রবণ৷ এছাড়া কাছেই রয়েছে মামা-ভাগ্নে পাহাড়৷ ট্রেকিংয়ের জন্য এই পাহাড় উল্লেখযোগ্য৷ সৌন্দর্যও অপরিসীম৷ বিভিন্ন তীর্থক্ষেত্রও রয়েছে বক্রেশ্বরে৷ উন্নয়ন পর্ষদ গড়লে সামগ্রিকভাবে উন্নয়ন সম্ভব৷
শুক্রবার রাজ্যের ভূমিসচিব মনোজ পন্থ নবান্নে এই পর্ষদ গড়ার কথা জানান৷ দুবরাজপুর ব্লকের ৪২টি মৌজা ও পুরসভার এলাকা এই পর্ষদের আওতায় পড়বে৷ বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের মোট ক্ষেত্রফল হবে প্রায় ৫৮ বর্গ কিলোমিটার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement