Advertisement
Advertisement
সরস্বতী পুজোর বাজার

সরস্বতী পুজোর বাজারে আগুন, আকাশছোঁয়া ফল-সবজির দাম

বাড়তি দাম সামলাতে বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের।

Food prices rise amids Saraswati pujo celebration in Kolkata
Published by: Sandipta Bhanja
  • Posted:January 28, 2020 5:58 pm
  • Updated:January 28, 2020 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বাগদেবীর আরাধনা। স্কুল, কলেজ, পাড়ার মোড় থেকে গৃহস্থের বাড়ি, সবখানেই দেবী সরস্বতীর পুজো হয়। কচি-কাঁচাদের পুজো। শিক্ষার্থীদের পুজো। কাজেই স্বল্প বাজেটেই সই! কিন্তু তা বাজেট আর অল্প হল কোথায়, কারণ বাজারে তো ফল-সবজির দাম আকাশছোঁয়া। বাড়তি দাম সামলাতে বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চেরও।

আলু, পিঁয়াজের বাড়তি চাপ কিছুটা সামলানোর মধ্যেই এবার ফলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হল। সরস্বতী পুজোর মুখে নানারকম কুল বাজারে উঠেই থাকে। কিন্তু এই মুহূর্তেই ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে কুল। তার সঙ্গে পাল্লা দিয়ে শাঁকালু, কমলালেবু, শশার দামও মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু বাজারে হানা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে যেমন লেক মার্কেটে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

Advertisement

[আরও পড়ুন: আধার কার্ড সংশোধনের লাইনে বিশৃঙ্খলা, অসুস্থ হয়ে হাসপাতালে মালদহের তরুণী]

পরিস্থিতি এমন যে, কেজি দরে ফল বিকোলেও বাড়তি দামের জেরে মানুষ ১০০ গ্রামের হিসাবে সেসব কিনছেন। তাও দাঁড়িপাল্লায় নয়, বিক্রি হচ্ছে হাতে হাতে। ১০০ গ্রামে মোটামুটি মাঝারি মাপের চারটে কুলের দাম দাঁড়াচ্ছে ২৫ টাকা। সেসব না মেপেই ব্যাগে পুরে দিচ্ছেন দোকানিরা। তা নিয়েও ক্ষোভও রয়েছে মানুষের মধ্যে। আদৌ পরিস্থিতি কতটা খারাপ, কোনওভাবে তাদের নিয়ন্ত্রণে আনা যায় কিনা, তা দেখতেই এদিন বাজারে পৌঁছয় ইবি। কিন্তু পরিস্থিতি যেদিকে এগিয়েছে তাতে দেখা যাচ্ছে, সরস্বতী পুজোর নৈবেদ্যে এবার ফল কমই মিলবে। ফলে ফল প্রসাদে টান পড়তে চলেছে।

[আরও পড়ুন: শিক্ষকদের পোয়াবারো, নিজের জেলায় বাড়ির কাছের স্কুলেই বদলির ঘোষণা মুখ্যমন্ত্রীর]

অন্যদিকে, সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার পুজোর দিন এবং বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর জেরে উত্তুরে হাওয়া বাধা পাবে। শুক্রবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে ধীরে ধীরে। ফের শীতও ফিরতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement