Advertisement
Advertisement
হাসপাতালে

কেন্দ্রীয় পরিদর্শকদের জন্য হাসপাতালের ছাদেই রান্নাবান্না, জোর বিতর্ক কাটোয়ায়

যদিও ছাদে রান্না হয়নি বলেই দাবি হাসপাতাল সুপারের।

Food cooked on Katwa Hospital roof for observers, row sparked
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 30, 2019 11:51 am
  • Updated:November 30, 2019 11:52 am  

ধীমান রায়, কাটোয়া: রীতিমতো প্যান্ডেল তৈরি করে গ্যাস জ্বেলে চলছে রান্না! নাহ, কোনও অনুষ্ঠান বাড়িতে নয়, রান্না চলছে কাটোয়া মহকুমা হাসপাতালের ছাদে। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে হাসপাতালের মতো স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে রান্না করা হয়, তা নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ, এভাবে গ্যাস জ্বালিয়ে রান্না করার সময় যে কোনও মুহূর্তে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারত, সেক্ষেত্রে দুর্ঘটনার দায় কার! উঠছে প্রশ্ন। 

কাটোয়া মহকুমা হাসপাতালের পরিষেবার মান ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা যাচাই করতে তিনদিনের জন্য এসেছে কেন্দ্রীয় পরিদর্শক দল। পরিদর্শক দলের খাওয়া-দাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা করেছে। আর সেই কারণেই রান্নার আয়োজন করা হয়েছে হাসপাতালের ছাদে। সেখানেই দেখা গিয়েছে, রীতিমতো প্যান্ডেল খাটিয়ে গ্যাস জ্বেলে চলছে রান্না। যদিও কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার রতন শাসমল বলেন, “আমার অফিসের পাশে একটি আলাদা বিল্ডিংয়ে বড়সড় ছাদ রয়েছে। ওই ছাদে খাবার তৈরি করা হয়েছিল। ওই ছাদের লাগোয়া রোগীদের কোনও ইউনিট নেই। তাই আমাদের কাছে ওখানে রান্না করা কোনওভাবে বিপজ্জনক বলে মনে হয়নি। তবু আমরা ওখান থেকে রান্নার সরঞ্জাম সরিয়ে নিয়েছি।”

Advertisement

পাশাপাশি কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল বলেন, “বিষয়টি শুনেছি। বিশদে কিছু জানি না। হাসপাতাল সুপারকে নির্দেশ দিয়েছি বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে।” যদিও স্থানীয়দের আশঙ্কা, কোনওভাবে গ্যাস থেকে আগুন ছড়িয়ে পড়লে রোগীদের ক্ষতি হতে পারে। সেই আগুন হাসপাতালের বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়লে মুশকিল। ঘটে যেতে পারে বড়সড় বিপত্তি। এমনকী, হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের নারী ও শিশুকল্যাণ বিভাগের তরফ থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিষেবা ও কর্মীদের দক্ষতা-সহ বিভিন্ন বিষয়ের মান যাচাই করতে পরিদর্শক দল বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। সেই তালিকায় এই রাজ্যের পাঁচটি হাসপাতালকে এবছর বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, একমাস ধরে রাজ্যের পাঁচটি হাসপাতালে ঘুরে রিপোর্ট তৈরি করবেন। সেই পাঁচটি হাসপাতালের মধ্যে রয়েছে কাটোয়া মহকুমা হাসপাতাল।

[আরও পড়ুন: মুর্শিদাবাদের ফরাক্কায় বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৬]

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন সদস্যের পরিদর্শক দল কাটোয়া হাসপাতালে আসেন। তারা তিনদিন ধরে হাসপাতালে থেকে ‘ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স’ বিষয়ক পরীক্ষা নিচ্ছেন হাসপাতালের সমস্ত বিভাগেই। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট হাসপাতালকে পুরস্কৃত করা হবে। থাকছে তাদের জন্য বিশেষ বরাদ্দও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement