Advertisement
Advertisement
TMC

তৃণমূল কর্মীর উঠোনে সাদা থান, ফুল ও চিতা জ্বালানোর ছবি! শোরগোল নামখানায়

ঘটনার নেপথ্যে বিজেপি, দাবি তৃণমূলের।

Flower and white saree sent to TMC worker's house in Namkhana | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 18, 2023 12:52 pm
  • Updated:July 18, 2023 1:30 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভোট মিটলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও অব্যাহত হিংসা। এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে সাদা ধুতি, ফুলের মালা এবং চিতা জ্বালানোর ছবি ফেলে আসার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামে। আতঙ্কে তৃণমূল কর্মী।

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথের তৃণমূল কর্মী তরুণ জানা। এদিন সকালে তাঁর বাড়ির উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা, এবং চিতা জ্বালানোর একটি ছবি দেখতে পান ঐ তৃণমূল কর্মীর পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ওই তৃণমূল কর্মী তরুণ জানার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে নানান হুমকি আসছিল। তারপরই আজ অর্থাৎ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলেই দেখেন উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ফটো পড়ে রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: একুশে জুলাই বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ গোটা বাংলা! দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস]

এ বিষয়ে তৃণমূল কর্মী তরুণ জানার দাবি, বিজেপির হার্মাদ বাহিনী তাঁকে খুনের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কাকদ্বীপ পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় ফোর্স। গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে ওই তৃণমূল কর্মী ও তার পরিবার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement