Advertisement
Advertisement
দক্ষিণেশ্বর স্কাইওয়াক

উদ্বোধনের ৬ মাসের মধ্যেই ফুলে উঠল স্কাইওয়াকের মেঝে, বিপদের আশঙ্কায় ব্যবসায়ীরা

কেন এমন কাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি৷

Floor tile popped up creating a gap on Dakshineswar skywalk
Published by: Sayani Sen
  • Posted:April 25, 2019 5:47 pm
  • Updated:April 25, 2019 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনের পর এখনও ছ’মাস কাটেনি৷ ইতিমধ্যেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মেঝে নিয়ে আবারও বিপত্তি৷ মেঝের একাংশ খসে পরার পর এবার প্রায় ২০ বর্গফুট এলাকা জুড়ে টালি ফুলে উঠেছে৷ কীভাবে এমন কাণ্ড ঘটল, সেই কারণ খতিয়ে দেখছেন স্কাইওয়াক রক্ষণাবেক্ষণকারীরা৷ আপাতত ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে৷ স্কাইওয়াক বিপর্যয়ের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে ব্যবসায়ী এবং স্টলমালিকদের৷

[ আরও পড়ুন: অপহরণের তত্ত্বে জোর সওয়াল নোডাল অফিসারের শ্বশুরের, জেরায় বাড়ছে সংশয়]

৬০ কোটি টাকা ব্যয়ে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয় ২০১৬ সালে। মাঝে দীর্ঘদিন ধরে চলে টালবাহানা৷ কবে উদ্বোধন হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের, তা নিয়ে চলছিল টানাপোড়েন৷ গত বছরের নভেম্বরে সেই সমস্যার সমাধান হয়৷ কালীপুজোর আগেই ৩৪০ মিটার লম্বা এবং ১০.৫ মিটার চওড়া স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

Skywalk of Dakkhineswar

স্কাইওয়াকের নিচে মন্দির জায়গায় রাস্তাতেই অস্থায়ী দোকান খুলে বিক্রিবাটা করতেন হকাররা৷ ইস্পাত এবং কাচ দিয়ে স্কাইওয়াক তৈরির আগে হকারদের উচ্ছেদ করা হয়৷ পুনর্বাসন দিতে ১৩৭টি স্টলের ব্যবস্থা করে রাজ্য সরকার। উদ্বোধনের দিনকয়েকের মধ্যেই গুটখা এবং পানের পিকে সৌন্দর্য নষ্ট হয় ওই স্কাইওয়াকের৷ তা নিয়ে বিভিন্ন মহলে রীতিমতো সমালোচনার ঝড় বইতে শুরু করে৷

[ আরও পড়ুন: ‘১২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব’, বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রতর]

Dakshineswar Rani Rasmoni Skywalk

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি৷ বুধবার সকালে স্কাইওয়াকের মেঝের প্রায় ২০ বর্গফুট এলাকার টালি ফুলে উঠতে দেখেন ব্যবসায়ীরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় স্কাইওয়াক রক্ষণাবেক্ষণকারীদের৷ আপাতত ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে৷

[ আরও পড়ুন: বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু রোগীর! হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের]

এর আগে স্কাইওয়াকের মেঝের একাংশ ধসেও গিয়েছিল৷ তারপরই আবার মেঝে ফুলে ওঠার ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা৷ স্কাইওয়াকে স্টল থাকা ব্যবসায়ীদের আশঙ্কা মূল ইস্পাতের কাঠামোতেই হয়তো কোনও সমস্যা হয়েছে। তাই মাঝে মাঝেই এভাবে ফুলে উঠছে বা বসে যাচ্ছে স্কাইওয়াক৷ যদিও কেএমডিএ-র পক্ষ থেকে এখনও কোনও সঠিক কারণ জানানো হয়নি৷ তবে এখনও পর্যন্ত ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement