সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের কিষাণগঞ্জ এখনও জলের তলায়। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আক্ষরিক অর্থেই ভাসছে। শনিবার রাত থেকে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছন্ন। যার ধাক্কায় পরপর ট্রেন বাতিল। যেসব ট্রেন পথে আটকে ছিল তারা ফিরছে শম্বুক গতিতে। ধর্মতলা থেকে কোনও বাস যাচ্ছে না শিলিগুড়িতে। উল্টো দিক থেকেও একই অবস্থা। চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি একইরকম। ধস নামায় বিপদ বাড়ছে পাহাড়ে। তবে বৃষ্টি কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিহারে বৃষ্টি থামার লক্ষ্মণ নেই। নেপালের বাঁধের জল ঢুকছে পশ্চিম বিহারে। ভাসছে কিষাণগঞ্জ। রেললাইন কোথায় বোঝার উপায় নেই। ৩৪ নম্বর জাতীয় সড়কেরও একই হাল। কিষাণগঞ্জ ভেসে যাওয়ায় উত্তর ও দক্ষিণের যোগাযোগ সোমবারও বিপর্যস্ত। অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে। যে তালিকায় রয়েছে তিস্তা তোর্সা, উত্তরবঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, পদাতিক, কামরূপ, ব্রহ্মপুত্র, অবধ অসম, সরাইঘাট, কাঞ্চনকন্যা, গুয়াহাটি-পাটনা গরিবরথ, হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস, কামাখ্যা-গয়া, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। এনজেপি খেকে গুয়াহাটি যাচ্ছে না কোনও ট্রেন। কখন ট্রেন চলাচল শুরু হবে তা নিয়ে অন্ধকারে রেল কর্তৃক্ষ। শিয়ালদহ এবং হাওড়া থেকে উত্তরবঙ্গের দিকে কোনও ট্রেন যাচ্ছে না। রেল যোগাযোগ বিচ্ছিন্ন। যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। বহু যাত্রী সারারাত স্টেশনে অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারেননি। বিকল্প হিসাবে যারা বাস রুট ধরেছিলেন, তারাও একই অবস্থার শিকার। কিষাণগঞ্জের জলে ভেসেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। যার ধাক্কায় সড়ক পরিবহণও পুরোপুরি বন্ধ। ধর্মতলা থেকে উত্তরবঙ্গগামী বাস যাচ্ছে শুধু মালদহ এবং রায়গঞ্জে। ধর্মতলা থেকে কোনও বাস যাচ্ছে না শিলিগুড়িতে। রবিবার বিকেল কোচবিহারের দিকে একটি বাস গিয়েছিল। ধর্মতলা থেকে শিলিগুড়িগামী বাস রবিবার সন্ধে ৬টায় শেষ বেরিয়ে যায়। তারপর আর কোনও বাস যায়নি।
নয়াদিল্লির মৌসম ভবন জানিয়েছে ভারী বৃষ্টি হতে পারে বিহার, সিকিম, ঝাড়খণ্ড ও মেঘালয়ে। তবে বিহার থেকে উত্তরপ্রদেশের দিকে সরছে ঘূর্ণাবর্ত। এটুকুই যা আশার খবর। উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের সঙ্গে নিন্মচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে তিলপাড়া ব্যারাজের জলে প্লাবিত হয়েছে বীরভূমের মহম্মদবাজারে ১৫ টি গ্রাম। ম্যাসাঞ্জার থেকে জল ছাড়ায় তিলপাড়ার ওপর চাপ বাড়ে। তার ফলে ২৩০০ কিউসেক জল ছাড়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.