Advertisement
Advertisement

রাতভর তুমুল বৃষ্টি ভুটান পাহাড়ে, বন্যা পরিস্থিতি আলিপুরদুয়ারে

জল বেড়েছে ডিমা, কালজানি, রায়ডাক নদীতে৷

Flood like situation in Alipurduar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 11:01 am
  • Updated:July 4, 2018 11:01 am

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে৷ কিন্তু, মঙ্গলবার রাতে ভুটান পাহাড়ে বৃষ্টি নামতেই ভাসল আলিপুরদুয়ার৷ রাতভর তুমুল বৃষ্টিতে ডিমা, কালজানি, রায়ডাক-সহ জেলার সব নদীতেই জল বেড়েছে৷ মাদারিহাট-বীরপাড়া ব্লকে বাঙ্গরি নদীতে ভেসে গিয়েছে আস্ত একটি ট্রাক৷ শহরের বিভিন্ন এলাকাও জলের তলায়৷ বিপর্যস্ত জনজীবন৷ উদ্ধার কাজে নেমেছে জেলা প্রশাসন৷ স্থানীয় মানুষদের সতর্ক করতে চলছে মাইকিংও৷

[রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য]

Advertisement

পাহাড়ে জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গের ডুয়ার্স৷ এক রাতেই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ডুয়ার্সের আলিপুরদুয়ারে৷ গত কয়েক দিন ধরেই অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টি চলছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শুধুমাত্র যদি আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হত, তাহলে পরিস্থিতি এতটা খারাপ হত না৷ মঙ্গলবার রাতভর তুমুল বৃষ্টি হয়েছে ভুটান পাহাড়ে৷ আর তাতেই বানভাসি আলিপুরদুয়ার-সহ গোটা জেলা৷ জল বেড়েছে ডিমা, কালজানি, রায়ডাক-সহ সবকটি নদীতে৷ এতটাই জল বেড়েছে, যে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বাঙ্গারি নদীতে ভেসে গিয়েছে আস্ত একটি ট্রাক৷ বিপজ্জনকভাবে ভাঙছে নদীর পাড়৷ জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বহু এলাকা৷ বুধবার সকাল থেকে উদ্ধারকাজে নেমেছে জেলা প্রশাসন৷ স্থানীয় মানুষকে সতর্ক করতে চলছে মাইকিংও৷

কিন্তু, ভুটান পাহাড়ে বৃষ্টি নামলে কেন ভেসে যায় আলিপুরদুয়ার? জেলায় নদীর অভাব নেই৷ এমনকী, আলিপুরদুয়ারে শহরের মাঝখান দিয়ে বয়ে দিয়েছে দু-দুটি নদী৷ সমস্ত নদীর উৎস ভুটান পাহাড়৷ তাই ভুটান পাহাডে় যখন বৃষ্টি নামে, তখন বৃষ্টির জল নদীগুলিতে দিয়ে বইতে শুরু করে৷ হুহু করে বাড়ে নদীর জল৷ সেই জলে ভেসে যায় গোটা আলিপুরদুয়ার জেলা৷ প্রতিবারই এমন পরিস্থিতি তৈরি হয়। এবারও তার অন্যথা হয়নি৷ শুধু তাই নয়, গত কয়েক দিন ধরে শুধুমাত্র আলিপুরদুয়ার শহরেই ২৭৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর৷

[আত্মসমর্পণ করতে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি অভিযুক্তর, বাধা দিলেন আইনজীবীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement