Advertisement
Advertisement

Breaking News

DVC releases water

পুজোর মুখে রাজ্যের ৪ জেলায় বন্যার আশঙ্কা, ডিভিসি জল ছাড়ায় বাড়ছে উদ্বেগ

অবিরাম বৃষ্টিতে ক্রমশ কমছে পাঞ্চেত ও মাইথনের জলধারণের ক্ষমতা।

Flood alert in 4 districts of WB after DVC releases water । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2023 1:38 pm
  • Updated:October 2, 2023 2:13 pm  

গৌতম ব্রহ্ম ও সুদীপ বন্দ্যোপাধ্যায়: বাংলা-সহ ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টির জের। ক্রমশ জলধারণের ক্ষমতা কমছে মাইথন ও পাঞ্চেত জলাধারের। তার ফলে জল ছাড়ল ডিভিসি। পুজোর মুখে বাংলার চার জেলায় প্লাবনের আশঙ্কা।

মাইথনের জলধারণের ক্ষমতা ৪৯০ ফুট। বর্তমানে জল রয়েছে ৪৮৮.৮০ ফুট। পাঞ্চতের জলধারণ ক্ষমতা ৪২৫ ফুট। জল রয়েছে ৪১৫.৪৮ ফুট। তার ফলে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। ডিভিসি (DVC) ৭০ হাজার ৭০০ কিউসেক জল ছেড়েছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে জল ছাড়ার পরিমাণ। দামোদর হেড ওয়ার্ক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন, “মঙ্গলবার বিকেলের মধ্যে মোট দেড় লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি।” তার ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার একাংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দেড় লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হলে ওই চার জেলায় লাল সতর্কতা জারি করার কথা।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের ৪ দিন আগেই ধাক্কা ভারতের, দল ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফিরলেন বিরাট]

ডিভিসি জল ছাড়ায় স্বাভাবিকভাবেই পুজোর মুখে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সোমবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। বৈঠকের পর একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। 

  • নিচু এলাকাগুলিকে চিহ্নিত করতে হবে।
  • মাইকিং করে সতর্কতা জারির নির্দেশ। 
  • নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে হবে।
  • সেচদপ্তরকে বাঁধগুলির দিকে নজর রাখার নির্দেশ।
  • পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, ত্রিপলের মতো ত্রাণসামগ্রী মজুত রাখতে হবে।
  • প্রতি ৫ ঘণ্টা অন্তর জেলাগুলিকে বৃষ্টিপাতের পরিমাণ, নদীর জলস্তর সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

এদিকে, এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি।  হাওয়া অফিসের অশনি সংকেতে দুশ্চিন্তা বাড়ছে সকলের। 

[আরও পড়ুন: ছাগ পালনেই চলত সংসার, ধারে লটারির টিকিট কেটে কোটিপতি বর্ধমানের যুবক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement