Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার ফ্লেক্সে পানের পিক, উত্তেজনা বালুরঘাটে

অভিযোগের তির বিজেপির দিকে।

Flex of TMC destroyed
Published by: Subhamay Mandal
  • Posted:November 25, 2018 8:44 pm
  • Updated:November 25, 2018 8:54 pm  

রাজা দাস, বালুরঘাট: শুভেচ্ছা বার্তা দেওয়া মুখ্যমন্ত্রীর ছবিতে পানের পিক। থানায় অভিযোগ দায়ের করলেন বালুরঘাট পুরসভার বিদায়ী কাউন্সিলর। অভিযোগের তির বিজেপির দিকে।

জানা গিয়েছে, ঘটনাটি বালুরঘাট শহরের আট নম্বর ওয়ার্ডের ইনক্লাব মাস্টারপাড়া এলাকার। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগানো রয়েছে বেশ কয়েকটি পুজোর শুভেচ্ছা বার্তা দেওয়া ফ্লেক্স। একটিতে রয়েছে মুখ্যমন্ত্রী ও বালুরঘাটের সাংসদের ছবি দেওয়া। সেখানেই পানের পিক ফেলার ঘটনা নজরে আসে রবিবার। মাটি থেকে অন্তত ১৩ ফিট উপর থাকা ফ্লেক্সে কী করে পানের পিক গেল তা নিয়েই ধন্দ দেখা দেয়। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে যান বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূল নেতা শংকর দত্ত। এদিন বিকেলে অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। ফ্লেক্সটি নামিয়ে নেওয়া হয় উপর থেকে।

Advertisement

[রথযাত্রার আগে জনসংযোগ, লিফলেট হাতে বাড়ি বাড়ি গেরুয়া শিবির]

বিদায়ী কাউন্সিলর শংকর দত্ত জানান, স্বাভাবিকভাবে মাটি থেকে এত উপরে পানের পিক যায় না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে, বিজেপি শহর মণ্ডল সভাপতি মিঠু মহন্ত জানান, এমন কাজ বিজেপি করতে পারে না। এর আগেও তাঁরা দেখেছেন শহরের রাস্তায় থাকা কার্টুন চরিত্রের উপর পানের পিক ফেলা হয়েছে। এমন লোক তৃণমূলেই থাকে। তারাই এমন করে বিজেপির নামে অপপ্রচার করছেন।

ছবি: রতন দে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement