Advertisement
Advertisement

সার্ভিস সেন্টারের আড়ালে রান্নার গ্যাসের অবৈধ কারবারের পর্দাফাঁস

বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ৷

Flesh trade busted in Thakurnagar, 1 held
Published by: Kumaresh Halder
  • Posted:October 31, 2018 2:57 pm
  • Updated:October 31, 2018 2:57 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সার্ভিস সেন্টারের আড়ালে রান্নার গ্যাসের অবৈধ কারবারের পর্দা ফাঁস এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের৷ বনগাঁ মহকুমার গাইঘাটা থানার ঠাকুরনগর বাবুপাড়া এলাকায় রান্নার গ্যাসের সার্ভিস সেন্টারে হানা বেআইনি কারবারের ঘটনা প্রকাশ্যে আসে৷ বেআইনি গ্যাসের কারবার চালানোর অভিযোগ সার্ভিস সেন্টারের মালিক রমেশ চন্দ্র অধিকারী-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷  

[ওয়েবসাইটে এখনও প্রাক্তন পুরপ্রধানের উজ্জ্বল উপস্থিতি! বিতর্কে বর্ধমান পুরসভা]

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি’র আধিকারিকরা জানিয়েছেন, সার্ভিস সেন্টারের নামে একদিনে গ্যাসের সংযোগ করিয়ে দেওয়া ও সিলিন্ডার ভাড়া দেওয়া সংক্রান্ত বিজ্ঞাপন দেন স্থানীয় এক ব্যবসায়ী৷ অভিযোগ, জরুরি প্রয়োজনে গ্রাহকদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে বাড়িতে ব্যবহারের গ্যাস বিক্রিও করতেন অভিযুক্ত ব্যবসায়ী৷ বিভিন্ন অনুষ্ঠানে রান্নার গ্যাস ভাড়া দেওয়া ও একই গ্যাস ব্যবহার করে অটোচালকদের সরবরাহ করা হত বলে অভিযোগ স্থানীয়দের৷ এমনকি, মোটা টাকার বিনিময়ে সার্ভিস সেন্টার থেকে নতুন গ্যাস কানেকশান দেওয়া হত বলেও অভিযোগ স্থানীয়দের৷

Advertisement

[উলুবেড়িয়ায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক ব্যবসায়ী]

সূত্রে খবর, এই সংক্রান্ত অভিযোগ পৌঁছায় ইবি দপ্তরে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে মানেন ইবির আধিকারিকরা৷ বেআইনি কারবার চালানোর  অভিযোগে সার্ভিস সেন্টারের মালিক রমেশ চন্দ্র অধিকারী নামে এক ব্যবসায়ীকে প্রথমে আটক করা হয়৷ ধৃতকে জেরা করে অহিন অধিকারী ও বিকাশ বিশ্বাস নামের আর দু’জনের যোগাযোগের খবর মেলে৷ ওই ব্যক্তির খোঁজও শুরু করেন তদন্তকারী আধিকারিকরা৷ পরে ইবি’র জেলার অভিযুক্ত ব্যবসায়ী জানান, গ্রাহকদের নামে আসে গ্যাসের সিলিন্ডার বিভিন্ন গোডাউনে মজুত করা হত৷ সেই গ্যাস এলাকার মিষ্টির দোকান, হোটেলে সরবরাহ করা হত বলে অভিযোগ৷ জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে  গোডাউনে তল্লাশি অভিযান শুরু হয়৷ উদ্ধার হয় বিপুল পরিমাণ রান্নার গ্যাসের সিলিন্ডার, ও পাঁচ কেজির একাধিক ছোট সিলিন্ডার এবং বেশ কিছু ওভেন৷ মজুত রাখা গ্যাসের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উদ্ধার হওয়া গোডাউনটি সিল করে দেয় পুলিশ৷

[হাঁটতে বেরিয়ে ২২০ টাকায় চপ কিনে রসনাতৃপ্তি মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement