Advertisement
Advertisement

Breaking News

কোন্নগর পুরসভার গেস্ট হাউসে মধুচক্রের আসর, গভীর রাতে হানা সিআইডির

পুলিশের নজর এড়াতেই কি পুরসভার গেস্ট হাউস ব্যবহার?

Flesh trade busted in Konnagar municipal guest house
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2018 12:13 pm
  • Updated:July 12, 2018 12:16 pm  

অর্ণব আইচ ও দিব্যেন্দু মজুমদার: মধুচক্রের আসর থেকে পাঁচ নাবালিকা-সহ মোট নয় জনকে গ্রেপ্তার করল সিআইডি৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কোন্নগর পুরসভার একটি গেস্ট হাউসে হানা দেয় গোয়েন্দাদের একটি দল৷ আপত্তিকর অবস্থায় পাঁচ নাবালিকা, এক মহিলা ও পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুরসভার গেস্ট হাউসে ব্যবহার করে দেহব্যবসা চালানোর অভিযোগে দু’ই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি৷ খোদ পুরসভার গেস্ট হাউজে দেহব্যবসার খবরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কোন্ননগর স্টেশন সংলগ্ন এলাকায়৷

Advertisement

[মহিলাকে পায়রার রক্ত খাইয়ে তান্ত্রিকের ঝাড়ফুঁক, মধ্যমগ্রামে শোরগোল]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর স্টেশন সংলগ্ন পুরসভার ‘বিশ্রামিকা গেস্ট হাউসে’র মধুচক্রের আসরে হানা দিয়ে মোট নয় জনকে গ্রেপ্তার করে সিআইডি৷ অভিযোগ, স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত দেহব্যবসার কারবার৷ স্টেশন চত্বরে মধুচক্রের আসর গজিয়ে ওঠায় প্রায় প্রতিদিনই অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বাড়ছিল৷ বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে শুরু হয় কৌতূহল৷ স্থানীয়দের অভিযোগ, কোন্ননগর স্টেশন সংলগ্ন এই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চলত৷ কিন্তু, মুখ ফুটে বলার ক্ষমতা ছিল না৷ কারণ, পুরসভার গেস্টহাউসে এহেন কারবারের প্রতিবাদ জানালে, পাছে প্রশাসনিক রোষের মুখে পড়তে হয়৷ বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছিল অসন্তোষ৷ অবশেষে, বুধবার রাতে সিআইডির দশ জনের একটি বিশেষ দল হানা দেয় এই গেস্ট হাউসে৷ ঘটনাস্থল থেকে ন’জনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানায় নিয়ে যায় সিআইডি৷ গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয় ১০টি মোবাইল ও নগদ টাকা৷

[খয়েরবাড়িতে বিশ্বমানের লেপার্ড সাফারি, শুরু তোড়জোড়]

কিন্তু, কীভাবে জনবহুল এলাকায় পুরসভার গেস্ট হাউসের মধ্যে মধুচক্রের আসর বসানো হল? সরকারি গেস্ট হাউস ব্যবহার করে দেহব্যবসার আসর চালানোর পিছনে কি কোনও প্রভাবশালীর হাত রয়েছে? নাকি, পুলিশের নজর এড়াতেই কি পুরসভার গেস্ট হাউস ব্যবহার করে দেহব্যবসার কাজ চালানো হত? গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দারা৷ ধৃতদের জেরা করে দেহব্যবসার জাল গোটাতে তৎপরতা শুরু হয়েছে৷ যদিও এতকাণ্ড ঘটে গেলেও পুরসভার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement