Advertisement
Advertisement

অব্যাহত গণপিটুনি, ছেলেধরা সন্দেহে বৃহন্নলাদের মারধরের ঘটনায় চাঞ্চল্য সিউড়িতে

আহতরা সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

Five people beaten up by mob in Bibhum's suri area
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 1, 2019 8:42 pm
  • Updated:October 1, 2019 8:42 pm  

নন্দন দত্ত, সিউড়ি: ফের ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটল রাজ্যে। পাঁচজনকে বেধড়ক মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়ির হাটজন বাজার এলাকায়। আক্রান্তদের মধ্যে দু’জন বৃহন্নলা। আহতরা বর্তমানে এলাকার হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

[আরও পড়ুন: ষষ্ঠী থেকে বৃষ্টি, হাওয়া অফিসের পূর্বাভাসে ভেস্তে যেতে বসেছে পুজোর পরিকল্পনা]

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হাটজন বাজার এলাকায় একটি স্কুলের পাশে দাঁড়িয়ে ছোট ছেলেদের মিষ্টি খাওয়াচ্ছিল কয়েকজন। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা ওই পাঁচজনকে চেপে ধরেন। অভিযোগ, সেখানেই বেধড়ক মারধর করা হয় ওই পাঁচজনকে। মারধরের পর তাঁদের টানতে টানতে নিয়ে যাওয়া হয় ফকিরপাড়া এলাকায়। পরে ওই এলাকার বাসিন্দারা উত্তেজিত জনতার হাত থেকে ওই পাঁচজনকে উদ্ধার করে এলাকার একটি স্কুলে আশ্রয় দেয়। ক্ষোভে ওই স্কুলের একটি গাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। এরপর পুলিশ জখম অবস্থায় ৫ জনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভরতি করে।

Advertisement

জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, হাসপাতালে ভরতি পাঁচজনই বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। আক্রান্তরা জানিয়েছেন, আদালতের একটি কাজে তাঁরা সিউড়ি এসেছিলেন। স্থানীয়দের অভিযোগ, রামপ্রসাদ স্কুলের ছেলেদের চুরির মতলবেই ওই এলাকায় হাজির হয়েছিলেন আক্রান্তরা। তবে কোন ছাত্রদের মিষ্টি খাওয়াচ্ছিল তারা, তা এখনও জানা যায়নি। কেন মঙ্গলবার দুপুরে বৃহন্নলা সমেত ওই দলটি এলাকায় এসেছিল তার সন্ধান শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বৃহন্নলার দল তাদের ছেলেদের ধরে নিয়ে গিয়ে বৃহন্নলা বানানোর ফন্দি করেছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিছুদিন আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল৷ কিন্তু তাতে যে আদতে কোনও পরিবর্তনই ঘটেনি, একের পর এক ঘটনা তারই প্রমাণ। 

ছবি: শান্তনু দাস।

[আরও পড়ুন: দেশ রক্ষা করতে গিয়ে পাক সীমান্তে তলিয়ে গেলেন বাংলার জওয়ান, শোকে কাতর পরিবার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement