নন্দন দত্ত, সিউড়ি: হালিশহর পুরসভা দখলে এসেছে আগেই৷ কাঁচড়াপাড়া পুরসভাও প্রায় দখলের পথে৷ এবার কোমা পঞ্চায়েতকে বিজেপির দখলমুক্ত করল তৃণমূল৷ মাত্র তিন দিনের মধ্যে ফের গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হওয়ায় তৃণমূলে ফিরলেন পাঁচ পঞ্চায়েত সদস্য৷ তার ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে কোমা পঞ্চায়েত পুনর্দখল করল তৃণমূল৷
গত সোমবার সিউড়ির এক অভিজাত হোটেলে কোমা পঞ্চায়েতের পাঁচজন সদস্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন৷ গেরুয়া শিবিরে নাম লিখিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন পঞ্চায়েত প্রধান ঝর্ণা বাগদি৷ বিজেপির পতাকা হাতে তিনি বলেছিলেন, ‘‘তৃণমূলে থেকে কাজ করতে পারছি না বলেই দলবদল৷ এবার এলাকার উন্নয়ন করতে পারব৷’’ দলবদলের জেরে বদলায় সমীকরণ৷ কোমা পঞ্চায়েত দখল করে নেয় বিজেপি৷
কিন্তু তিনদিন কাটতে না কাটতেই এক্কেবারে উলটপুরাণ৷ কোমা পঞ্চায়েতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া পাঁচ সদস্যের ঘর ওয়াপসি৷ শুক্রবার সিউড়ির তৃণমূল কার্যালয়ে জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরির উপস্থিতিতে আবারও দলে ফেরেন তাঁরা৷ দলবদলের পর পঞ্চায়েত প্রধান ঝর্ণা বাগদি বলেন, ‘‘আমাদের ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে বিজেপিতে আনা হয়েছিল৷ দু’দিনে হাঁপিয়ে উঠেছিলাম৷ তাই ফের নিজের ঘরে ফিরলাম৷’’
এ প্রসঙ্গে তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে অভিযোগ-পালটা অভিযোগ নিয়ে দড়ি টানাটানি চলছে৷ জেলা তৃণমূল সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, ‘‘ঘরের লোকেরা ঘরে ফিরেছেন৷’’ বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল যদিও দলবদলের তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘পুলিশকে ব্যবহার করে হুমকি দিয়ে মামলার ভয় দেখিয়ে তাঁদের বিজেপি থেকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়েছে৷ কিন্তু এলাকার মানুষ আমাদের পাশেই আছেন৷’’
তবে অভিযোগ-পালটা অভিযোগের পালা যতই চলুক না কেন, ৫ সদস্যের ঘর ওয়াপসিতে হারানো শক্তি ফিরল ঘাসফুল শিবিরে৷ আপাতত সাত সদস্যবিশিষ্ট কোমা পঞ্চায়েতকে বিজেপির দখলমুক্ত করল রাজ্যের শাসকদল৷ সপ্তাহখানেকের মধ্যে ঠিক এভাবেই হালিশহর পুরসভা পুনর্দখল করেছে তৃণমূল৷ লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল৷ এই পরিস্থিতিতে ঘর ওয়াপসি ঘাসফুল শিবিরকে অক্সিজেন জোগাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের৷
ছবি: শান্তনু দাস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.