Advertisement
Advertisement
Five Malda civic volunteers suspended for indulging in gambling

কর্তব্যরত অবস্থায় জুয়ার আসর বসানোর অভিযোগ, মালদহে সাসপেন্ড ৫ সিভিক ভলান্টিয়ার

১ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের।

Five Malda civic volunteers suspended for indulging in gambling

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 15, 2021 2:08 pm
  • Updated:November 15, 2021 2:08 pm

বাবুল হক, মালদহ: আইন ভাঙার ঘটনায় ফের নাম জড়াল সিভিক ভলান্টিয়ারের। এলাকায় জুয়ার আসর বসানোর অভিযোগে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। মালদহে (Malda) সাসপেন্ড ৫ জন সিভিক ভলান্টিয়ার। তাদের এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

স্থানীয়দের দাবি, মালদহের মাণিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় প্রায়শই জুয়ার আসর বসত। এলাকারই একাংশ ওই জুয়ার আসরে অংশও নিত। তার ফলে আর্থিক ক্ষতি হচ্ছে বলেই অভিযোগ করেন এলাকারই মহিলারা। কিন্তু কাদের নেতৃত্বে জুয়ার আসর বসত ওই এলাকায়? অভিযোগ, পাঁচজন সিভিক ভলান্টিয়ারের পুরোপুরি যোগসাজশ ছিল।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থতায় মৃত্যু নাকি অন্য কিছু? উল্টোডাঙা স্টেশনের বাইরের শৌচালয়ে মহিলার দেহ উদ্ধারে রহস্য]

অভিযোগ পাওয়ামাত্রই মালদহ জেলা পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ ওই ৫ জনের বিরুদ্ধে তদন্তে বিস্ফোরক তথ্য পায়। স্থানীয়দের অভিযোগ যে মিথ্যা নয় তা বুঝতে পারেন তদন্তকারীরা। ৫ জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। কর্তব্যরত অবস্থায় জুয়ার আসর বসানোর অভিযোগে ওই ৫ সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করে মালদহ জেলা পুলিশ।

চলতি মাসেই কলকাতাতেও আইন নিজের হাতে তুলে নিতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer)। এক্সাইড থেকে হাওড়াগামী বাস থেকে ধৃত ছিনতাইবাজকে ফুটপাথে ফেলে বুকে পা তুলে দেওয়ার অভিযোগ ওঠে। এক্সাইড মোরের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। নেটদুনিয়ায় নিন্দার ঝড় বইতে থাকে। পরে যদিও ছিনতাইবাজের উপর ‘অমানবিক’ আচরণের জন্য ভুল স্বীকার করে নেন ওই সিভিক ভলান্টিয়ার। উত্তেজনার বশে এ কাজ করে ফেলেছেন বলেই দাবি করেন তিনি। সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ডও করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে মালদহ। আবারও কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার।

[আরও পড়ুন: ৬ মাসে নাবালিকাকে ‘ধর্ষণ’ ৪০০ জনের! বাদ যায়নি পুলিশও, থানায় অভিযোগ অন্তঃসত্ত্বার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement