Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বারুইপুরে পুলিশের নাকা চেকিং, প্রায় ২৫ লক্ষ টাকা-সহ গ্রেপ্তার পাঁচ বিজেপি নেতা

বিজেপির উত্তরীয়তে মুড়ে রাখা ছিল ২০০০ টাকার নোটের বান্ডিলগুলি।

Five BJP leaders arrested with cash from Joynagar
Published by: Tanujit Das
  • Posted:May 17, 2019 9:46 am
  • Updated:May 17, 2019 11:27 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সপ্তম দফার নির্বাচনের দু’দিন আগে নাকা তল্লাশির সময় লক্ষাধিক টাকা-সহ গ্রেপ্তার বিজেপি নেতা৷ বৃহস্পতিবার রাতে বারুইপুর এলাকায় পাঁচ বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতদের মধ্যে দুই মহিলা-সহ তিনজন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে৷ ধতদের নাম মিন্টু হালদার, কৌশিক মণ্ডল, সরস্বতী হালদার ও নমিতা সর্দার৷ধৃত মিন্টু বারুইপুর মণ্ডল বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৪ লক্ষ ১২ হাজার টাকা৷

[ আরও পড়ুন: ‘এই পরিণতির জন্য আমিই দায়ী’, শোকস্তব্ধ মৃত পর্বতারোহী কুন্তল কাঁড়ারের বাবা ]

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশির সময় জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ৷ গাড়িটির তল্লাশি নিতে চায় তাঁরা৷ জানতে পারেন গাড়িতে সওয়ার ব্যক্তিরা বিজেপি নেতা-নেত্রী৷ এরপরই গাড়িতে সওয়ার যাত্রীদের সঙ্গে তাঁদের বচসা বাধে পুলিশের৷ কিন্তু অবশেষে তল্লাশি চালাতে দিতে বাধ্য হন ওই বিজেপি নেতারা৷ জানা গিয়েছে, তল্লাশির সময়ই গাড়ি থেকে ২০০০ টাকার নোটে সর্বমোট ২৪ লক্ষ ১২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ বিজেপির উত্তরীয়তে মোড়া ছিল বিপুল পরিমাণ টাকা৷ পুলিশ সূত্রে খবর, নির্বাচনের আগে এক পরিমাণ টাকা কী কারণে নিয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি ওই বিজেপি নেতারা৷ এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷

[ আরও পড়ুন: শেষবেলার প্রচারে ঝড় তুললেন নুসরত, সঙ্গী দেব ]

পুলিশের অনুমান, নির্বাচনের আগে এলাকায় টাকা ছড়ানোর উদ্দেশ্যেই এত বিপুল পরিমাণ টাকা বারুইপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল৷ ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷ সপ্তম দফাতে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দবস্ত করেছে নির্বাচন কমিশন৷ প্রত্যেক পয়েন্টে পয়েন্টে নাকা তল্লাশির ব্যবস্থা হয়েছে৷ ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে টহলদারির কাজ শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা৷ এই কড়া নিরাপত্তার ঘেরাটোপে একাধিক এলাকায় বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন ব্যক্তিরা৷ আসানসোল স্টেশন থেকে কোটি টাকা-সহ গ্রেপ্তার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক-সহ এক ব্যক্তি৷ বৃহস্পতিবার দুর্গাপুর থেকে সত্তর লক্ষ টাকা-সহ গ্রেপ্তার হয়েছেন আরও এক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement