Advertisement
Advertisement
বাঘা আড় মাছ

নিলামে উঠল ১০২ কেজির বাঘা আড় মাছ, দাম শুনে চোখ কপালে ক্রেতাদের

না কিনলেও বৃহৎ মাছের সঙ্গে সেলফি তুললেন কেউ কেউ৷

Fishermen net giant fish from Teesta river in Bengal
Published by: Sayani Sen
  • Posted:July 6, 2019 2:43 pm
  • Updated:July 6, 2019 4:18 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: ক্রিকেট বিশ্বকাপের লড়াইতে সেমিফাইনালে ভারত৷ আর বাঙালি আনন্দের সঙ্গে পেটপুজো করবেন না, তা তো হতে পারে না৷ তাই ভোজনরসিকদের জন্য প্রায় ১০২ কেজি ওজনের বাঘা আড় মাছের বন্দোবস্ত করেছেন জলপাইগুড়ির স্টেশন বাজারের এক মৎস্যজীবী৷ ৬০০টাকা কেজি দরে নিলামে বিশালাকার ওই মাছটি কিনেছেন তিনি৷

[ আরও পড়ুন: নবদ্বীপে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি, পথ অবরোধ বিজেপির]

ভরা বর্ষায় তিস্তা বাঁধ জলে টইটুম্বুর। সকাল-দুপুর-রাত প্রায় সবসময়ই তিস্তা থেকে মাছ ধরার তোড়জোড় করছেন মৎস্যজীবীরা৷ শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো মিলন পল্লি এলাকায় তিস্তার জলে জাল ফেলেছিলেন একাধিক মৎস্যজীবী৷ কেউ বরোলি, কেউ ছোট মাছ ধরছিলেন। সকাল ১১ টা নাগাদ রুহিদাস নামে এক মৎস্যজীবী জাল তুলতে গিয়ে অবাক হয়ে যান৷ এত ভারী জাল যে তাঁর একার পক্ষে তোলা যেন অসম্ভব হয়ে পড়ে৷ অন্যান্যদের সহায়তায় ডাঙায় জাল তোলেন মৎস্যজীবীরা৷ দেখেন, একটি বিশালাকার আড় মাছ ধরা পড়েছে৷ ওজন প্রায় ১০২ কেজি৷ মাছটি যদিও বারবারই জাল ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তাঁরা৷ কিন্তু মৎস্যজীবীদের তৎপরতায় তা সম্ভব হয়নি৷ পাইকারি বিক্রেতাদের কাছে মাছটি বিক্রিও করে দেন রুহিদাস৷

Advertisement

[ আরও পড়ুন: পানীয় জল নেওয়া নিয়ে বিবাদ, প্রতিবেশীদের মারে মৃত্যু বৃদ্ধের]

শনিবার ওই মাছটিকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ শেষ পর্যন্ত ৬০০ টাকা কেজি দরে বিশালাকার মাছটি মৎস্যজীবীর কাছ থেকে কিনে নেন জলপাইগুড়ি স্টেশন বাজারের এক বিক্রেতা জ্যোতিষ দাস৷ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেছে৷ ওই আনন্দে পেটপুজোর জন্যই আগে থেকে মাছ কিনে রাখা বলে জানান ব্যবসায়ী৷

সপ্তাহান্তের বাজার সাধারণত মন্দাই যায়৷ শনিবার ব্যবসায়ীদের লক্ষ্মীলাভ কতটা হয়েছে, তা বলা মুশকিল৷ তবে বাঘা আড় মাছটি দেখতে ভিড় জমান বহু মানুষ৷ কেনার সামর্থ্য না থাকলেও মাছটিকে ছুঁয়ে দেখেন অনেকেই৷ আবার কেউ কেউ মুহূর্তকে স্মরণীয় করার জন্য ভরা বাজারে পকেট থেকে স্মার্টফোন বের করে বাঘা আড় মাছের সঙ্গে বেশ কয়েকটি সেলফিও তুলে নেন৷

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement