Advertisement
Advertisement
খুন

ধারালো অস্ত্রের কোপে খুন মাছ ব্যবসায়ী, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পরিবারের

বিজেপিতে যোগ দেওয়ায় খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

Fisherman murdered in Basirhat,family claims it political murder
Published by: Sucheta Sengupta
  • Posted:June 2, 2019 7:41 pm
  • Updated:June 2, 2019 7:41 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে নৃশংসভাবে খুন হলেন এক যুবক৷ বসিরহাটের বাদুড়িয়ার পূর্ব বাজিতপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ পরিবারের অভিযোগ, সম্প্রতি বিজেপিতে যোগদান করায় প্রতিহিংসাবশত তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷

[আরও পড়ুন: আমডাঙায় তৃণমূলের বিরুদ্ধে নন্দীগ্রামের ধাঁচে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংয়ের]

অজয় মণ্ডল নামে এক মাছ ব্যবসায়ী রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে৷ নৃশংসভাবে তাঁকে খুন করা হয়৷ এরপর পথচলতি মানুষজন রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ বসিরহাট থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷

Advertisement

ঘটনায় শোকের পাশাপাশি স্তম্ভিত পরিবার৷ সদস্যদের বক্তব্য, অজয়ের কোনও শত্রু ছিল না৷ তবে সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ তাই রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে খুন করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা৷ সেক্ষেত্রে অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি একেবারেই অস্বীকার করেছে৷ তাঁদের দাবি, অজয় মণ্ডলের খুনের সঙ্গে আদৌ রাজনীতির কোনও যোগাযোগই নেই৷ পারিবারিক বা ব্যবসায়িক শত্রুতার জেরে তাঁকে খুন হতে হয়েছে৷ পারিবারিক না রাজনৈতিক, তা বুঝতে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ৷

[আরও পড়ুন:পুকুর ভরাট করে বিনোদন পার্ক তৈরির সিদ্ধান্ত, স্থানীয়দের ক্ষোভের মুখে পুরপ্রধান]

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসা চলছে৷ কোথাও বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা, কোথাও বা অত্যাচারের অভিযোগে কাঠগড়ায় রাজ্যের শাসকদল৷ সংঘর্ষ, হাতাহাতি, অশান্তি অব্যাহতই বিভিন্ন প্রান্তে৷ তবে রাজনৈতিক সংঘর্ষ থেকে খুনের মতো ঘটনা বিশেষ ঘটেনি৷ তাই অজয় মণ্ডলের মৃত্যুর ঘটনায় মাথাচাড়া দিচ্ছে বেশ কিছু সংশয়৷ যদিও প্রকৃত ঘটনা কী, সেই উত্তর মিলবে পুলিশি তদন্তেই৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement