Advertisement
Advertisement

কাঁকড়া ধরতে গিয়েই বিপত্তি, সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ হারালেন মৎস্যজীবী

এখনও মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

Fisherman is killed by royl bengal tiger in Sundarban
Published by: Bishakha Pal
  • Posted:July 3, 2020 7:59 pm
  • Updated:July 3, 2020 8:51 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। কিছুদিন আগে কাঁকড়া ধরতে গিয়ে এক মৎস্যজীবী বাঘের হানায় প্রাণ হারিয়েছিলেন। এবার সেই একই ঘটনা ঘটল। নিহত মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রি। বয়স ৫২ বছর। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পঞ্চমুখানির জঙ্গলে।

যামিনী মিস্ত্রির বাড়ি সুন্দরবন কোস্টাল থানার লাহিরিপুর এলাকায়। শুক্রবার সকালে কাঁকড়া ধরতে গিয়েছিলেন যামিনীবাবু-সহ ৩ জন মৎস্যজীবী। জঙ্গলে প্রবেশ করার পরই তাঁদের উপর বাঘ ঝাঁপিয়ে পড়ে। আচমকা বাঘের হানায় মৃত্যু হয় যামিনীবাবুর। তবে তাঁর সঙ্গীদের কোনও ক্ষতি হয়নি। যামিনীবাবুর দেহটি উদ্ধার করতে পারেননি সঙ্গীরা। বিষয়টি বনদপ্তর এবং সুন্দরবন কোস্টাল থানাকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। মৃতদেহের খোঁজও চলছে। তাঁরা অনুমতি ছাড়া জঙ্গলে গিয়েছিলেন কিনা, তাও জানার চেষ্টা চলছে।

Advertisement

[ আরও পড়ুন: চুঁচুড়া পুরসভায় নিয়োগে দুর্নীতি, পুরো প্রক্রিয়াই বাতিল করলেন ফিরহাদ হাকিম ]

তবে এই ঘটনা নতুন নয়। গত মাসের শেষের দিকেই কাঁকড়া ধরতে গিয়ে এক মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেবার তিনজন মৎস্যজীবী দল বেঁধে পীরখালির জঙ্গলে যান কাঁকড়া ধরতে। আর তখনই মানোয়ার মণ্ডল নামে বছর পঁয়ষট্টির এক মৎস্যজীবীর উপর বাঘ হামলা চালায়। বাঘ নৌকা থেকে ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে যায়। প্রায় চোখের সামনেই বাঘের হামলায় প্রাণহানি হয় মৎস্যজীবীর। তবে দেহটি উদ্ধার করতে পারেননি সঙ্গীরা। বাঘের হামলার সময় নৌকায় ছিলে আরও দুই সঙ্গী। তবে তাঁরাও কোনওভাবেই মৎস্যজীবীকে বাঁচাতে পারেননি।

[ আরও পড়ুন: রাতে পিকনিক করতে বেরিয়ে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক, গড়বেতায় উদ্ধার ঝুলন্ত দেহ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement