দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের গুলিচালনার ঘটনায় অশান্ত দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur)। দিনেদুপুরে পুলিশের একেবারে নাকের ডগায় ভরা বাজারে গুলি চালিয়ে পালাল এক দুষ্কৃতী। এখনও ফেরার সে। যদি ব্ল্যাংক ফায়ার করায় হতাহতের কোনও খবর নেই। সোনারপুর থানার অদূরে, পুলিশের (Police) স্টিকার লাগানো গাড়ি চড়ে এসে এভাবে হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার কাছে, সোনারপুর ফ্লাইওভারের নীচে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ গোপাল নামে এক ব্যাক্তি ব্রিজের তলায় মাছের আড়তের কাছে এসে উপস্থিত হয়। এর অদূরেই সোনারপুর পুলিশ স্টেশন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তার গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগানো ছিল। অভিযোগ, মাছের আড়তে থাকা লোকজনকে হুমকি দেয় গোপাল। তারপরই বন্দুক হাতে শূন্যে এলোপাথাড়ি গুলি (Blank Fire) চালাতে থাকে। যদিও গুলিতে কেউ জখম হয়নি। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গোপাল।
পুলিশের নাকের ডগায় দিনেদুপুরে ভরা বাজারে এভাবে গুলিচালনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোনারপুর থানার কাছেই এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দা সকলেই। এর আগেও সোনারপুর এলাকায় এভাবে দুষ্কৃতী তাণ্ডব দেখা গিয়েছে। তবে এবার ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়ে পুলিশ প্রশাসনের কপালেও।
সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। সোনারপুর এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় গোপাল হালদারকে। একে একে পুলিশের হাতে ধরা পড়ে দীপ মণ্ডল, মনোরঞ্জন দাস, জয়দেব দাস, দীপক দেবনাথ। জেলার অতিরিক্ত এসপি ইন্দ্রজিৎ বসুর জানিয়েছেন, ধৃতরা পেট্রল পাম্পে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিলেন। তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.