সম্যক খান, মেদিনীপুর: ক্লাবে বিবাদের জের। ভর সন্ধেয় জনবহুল এলাকার রাস্তায় চলল গুলি। আতঙ্ক ছড়াল মেদিনীপুর শহরে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনার ছবি ধরা পড়েছে রাস্তায় সিসিটিভি ক্যামেরায়। তদন্তে পুলিশ।
[ চারদিন নিখোঁজ থাকার পর কাঁথির তৃণমূল নেতার দেহ উদ্ধার হুগলিতে]
মেদিনীপুরের শহরের প্রাণকেন্দ্রে খাপরেল বাজার। এলাকা বেশ জনবহুল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সন্ধে ৬টা নাগাদ বাইকে চেপে খাপরেল বাজারে আসে দু’জন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ফিল্মি কায়দা পিচের রাস্তা ও শূন্যে সাত থেকে আট রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ঘটনার সময়ে আশেপাশের অনেকেই ছিলেন। রাস্তা দিয়ে দু’একটি গাড়িও যাচ্ছিল। এলাকার রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খাপরেল বাজারের রাস্তা থেকে বেশ কয়েকটি গুলি খোল পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
কিন্তু কারা এভাবে জনবহুল এলাকায় গুলি চালালো? কেনই বা গুলি চলল? তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, মেদিনীপুর শহরের খাপরেল বাজার এলাকার দখল নিয়ে সমাজবিরোধীদের বিরোধ চরমে পৌছেছে। আতঙ্ক ছড়ানোর জন্যই এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর অনুগামীরা রাস্তায় গুলি চালিয়েছে। ওই দুষ্কৃতী নাকি দীর্ঘদিন ধরে জেলে ছিল। সম্প্রতি ছাড়া পেয়েছে। তবে কারণ যাই হোক না কেন, ভর সন্ধেয় গুলি চালানোর ঘটনার আতঙ্কিত মেদিনীপুর শহরের খাপরেল বাজার এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এভাবে প্রকাশ্যে মেদিনীপুর শহরের কোনওদিন গুলি চলেনি। এদিকে গুলি চালিয়ে যখন পালাচ্ছিল দুষ্কৃতীরা, তখন তাদের ছবি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.