বিপ্লবচন্দ্র দত্ত, নদিয়া: পাড়ার ক্লাবের কালী প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় গিয়ে খুন দমকল বিভাগের কর্মী। বুধবার রাত দুটো নাগাদ ঘটনা কৃষ্ণনগর (Krishnanagar) শহরের নেদের পাড়া এলাকায়। মদ্যপ যুবকদের সঙ্গে বচসার জেরে যুবককে ধারালো অস্ত্র দিয় কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগর শহরের নেদেরপাড়া আলিঙ্গন ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনের আগে শোভাযাত্রা বের করেছিল সদস্যরা। সেখানে ছিলেন দমকল কর্মী তুহিন শুভ ঘোষ। জানা গিয়েছে, শোভাযাত্রা চলাকালীন কৃষ্ণনগর রাজবাড়ির কাছে চৌরাস্তায় এক গলিতে বসে কিছু যুবক মদ্যপান করছিল। ফলে ওই গলিতে পরপর প্রতিমা দাঁড়িয়ে যায় কৃষ্ণনগর রাজবাড়ির কাছে। সেই সময় রাস্তা ফাঁকা করতে গেলে মদ্যপ যুবকদের সঙ্গে বচসা বাঁধে তুহিনের।
বচসা বাড়তেই মদ্যপরা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কোপ মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তুহিন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা জখম যুবককে উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের বন্ধুরা জানিয়েছেন, তুহিন শুভ ঘোষ দমকল বিভাগের কর্মী। রানাঘাটে কর্মরত ছিলেন তিনি। পাড়ার প্রতিমা বিসর্জন দিতে বেরিয়ে ছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। অভিযোগ, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শহরের নুড়িপাড়া এবং নাজিরা পাড়ার ছেলে। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। তবে খুনের ঘটনার পর দীর্ঘসময় কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.