Advertisement
Advertisement

ইসলামপুরে নিষিদ্ধপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০টি বাড়ি

দেখুন ভিডিও।

Fire in N Dinajpur ‘red light’ shanties, no casualty reported

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 25, 2018 2:23 pm
  • Updated:October 27, 2018 5:42 pm  

শংকর রায়, রায়গঞ্জ: গরমের রাতে অনেকেই আর মশারি খাটান না। মশার হাত খেকে বাঁচতে ধূপ বা কয়েল জ্বালিয়ে শুয়ে পড়েন। আর এই অভ্যাসই ডেকে আনল বিপদ। গভীর রাতে ভয়াবহ আগুন লাগল উত্তর দিনাজপুরের ইসলামপুরের শহরের নিষিদ্ধপল্লিতে। আগুনে পুড়ে ছাই ২০টি বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাড়িতে দুটি গ্যাসের সিলিন্ডার ছিল। অগ্নিকাণ্ডে সিলিন্ডার দুটিতে বিস্ফোরণ ঘটে।

[মিষ্টির লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণ]

Advertisement

উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের ইসমাইল চক। এলাকাটি নিষিদ্ধপল্লি হিসেবে পরিচিত। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসলাইল চকে বাড়িগুলি একেবারেই গায়ে গায়ে। সীমানা প্রাচীর নেই বললেই চলে। রাতে সম্ভবত কোনও একটি বাড়িতে মশার ধুপ জ্বলছিল। তা থেকে রাত দেড়টা নাগাদ আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দও শোনা যায়। ইসমাইল চক এলাকার বেশ কয়েকটি বাড়ি আবার কাঁচা। ওই বাড়িগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলে খবর দেয় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌছয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। কিন্তু, ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে ২০টি বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিও:

[আত্রেয়ী নদীতে ভেসে উঠল পুলিশকর্মীর মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement