Advertisement
Advertisement

Breaking News

ইন্ডাকশন ওভেনে শটসার্কিট, পুড়ে মৃত্যু শিশুকন্যা-সহ ২ গৃহবধূর

মাকে দেখতে না পেয়েই রান্নাঘরে গিয়েছিল মাফুজা।

Fire guts house in Howrah, 3 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2018 4:00 pm
  • Updated:January 10, 2019 4:24 pm  

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়াইন্ডাকশন ওভেনে রান্নার সময় শটসার্কিটের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। মৃত্যু হল শিশু-সহ তিনজনের। মৃতদের নাম নুরাঙ্গিনা বিবি (৪৫), তানজিলা বিবি (৩০) ও মাফুজা খাতুন (৭)। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত শা’পাড়ায়। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় দুই গৃহবধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মারা যায় শিশুকন্যা মাফুজা। রান্না করতে গিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু যুবকের, আহত তৃণমূল প্রার্থী-সহ ২]

পুলিশ জানিয়েছে, সকালে মেয়ে মাফুজার জন্য রান্না করছিলেন নুরাঙ্গিনা বিবি। সেই সময়ই কোনও কারণে ইন্ডাকশন ওভেনে শটসার্কিট হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই আগুনও ধরে যায়। ওভেনের কাছকাছি থাকার জন্য তড়িদাহত হন নুরাঙ্গিনা বিবি। তাঁর আর্ত চিৎকার শুনে ছুটে আসেন জা তানজিলা বিবি। নুরাঙ্গিনা বিবিকে ধরতে যেতেই তিনিও শক খেয়ে ছিটকে পড়েন। এদিকে রান্নাঘরে মায়ের আওয়াজ না পেয়ে দেখতে এসেছিল ছোট মাফুজা। সেও মাকে ছুঁতেই একইভাবে তড়িদাহত হয়। ততক্ষণে ওভেনের আগুন গোটা বাড়িতি ছড়িয়ে পড়েছে। এদিকে আগুনের আঁচ পেয়ে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় কোনওরকমে উদ্ধার পান তিনজনে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শরীরে ৯০ শতাংশ পুড়ে যাওয়ায়, মেডিক্যালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় দুই গৃহবধূর। বুধবার রাতেই তাঁরা মারা যান। সেখানেই চিকিৎসা চলছিল মাফুজার। বৃহস্পতিবার সকালে তারও মৃত্যু হয়।

Advertisement

গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী থেকে কী হয়ে গেল, হিসেব মেলাতে পারছেন না পরিবারের সদস্যরা। দেহগুলি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই পর্ব মিটলে পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেওয়া হবে। এদিকে কীভাবে ইন্ডাকশন ওভেন শটসার্কিট হল তাও স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রায় সবকিছু ভষ্মীভূত হওয়ায় নমুনা পরীক্ষা করে কতটা তথ্য জানা যাবে তা নিয়েও অস্পষ্টতা রয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পাঁচলা থানার পুলিশ।

[বিজেপি প্রার্থীকে টাকার টোপ দিয়ে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement