সুমন করাতি, হুগলি: দুর্গাপুজোর (Durga Puja 2023) মণ্ডপে অগ্নিকাণ্ড। মণ্ডপে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হুগলির কোন্নগরে। অভিযোগের আঙুল উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
কোন্নগরের কানাইপুর ছোট বাজার এলাকায় নৈটি রোডের উপর তৈরি হওয়া মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আগুনে মণ্ডপের বেশকিছু অংশ পুড়ে যায়। মণ্ডপের আশপাশে অনেক বাড়ি ও বাজার রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ রূপ নিত বলে মনে করছে আতঙ্কিত এলাকাবাসী।
পুজো কমিটির সদস্য মধুময় দত্ত জানিয়েছেন, গতকাল মধ্যরাতে তিনি খবর পান মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একবার নয়, দুবার আগুন লাগানো হয়। পুলিশ গিয়ে আগুন নেভায়। এটা দুষ্কৃতীদের কাজ বলে দাবি করেছেন পুজো কমিটির সদস্য। কারণ তাঁদের মণ্ডপে বৈদ্যুতিন তার থেকে আগুন লাগার কোনও সম্ভবনা নেই। তাই তাঁরা বিষয়টি পুলিশ এবং পঞ্চায়েতকে জানিয়েছেন। পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করছে।
মণ্ডপে আগুন লাগার ঘটনায় কানাইপুর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ প্রদীপ ঘোষ বলেন, “দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর পুজোর মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়া খুবই ঘৃণ্য কাজ। কানাইপুর এলাকায় কিছুটা দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে, তাই এসব ঘটনা বাড়ছে। প্রশাসনের উচিৎ তদন্ত করে দেখা, যারা এর সঙ্গে যুক্ত তাঁদের কঠিন শাস্তি দেওয়া।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.