নিজস্ব চিত্র
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরুলিয়ার দেশবন্ধু রোডে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। চাঞ্চল্য ছড়ায় সেখানকার মানুষের মধ্যে। এই অগ্নিকাণ্ডের জেরে পুরুলিয়া বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়ক ব্যাপক যানযট দেখা দেয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, পুরুলিয়ার দেশ বন্ধু রোডে একটি বিএসএনএল আবাসন রয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ ওই আবাসনের মাঠে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। স্থানীয় সূত্রে খবর, ওখানে প্রচুর ফাইবার পাইপ-সহ দাহ্য পদার্থ মজুত ছিল। কোনওভাবে সেখানেই আগুন লেগে যায়। ওই চত্বরে রয়েছে চারতারা হোটেল এবং শপিং মল, একাধিক বড় বড় রেস্তোরাঁ ও ক্যাফে। ফলে আগুন লাগার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও সদর থানার পুলিশ। আগুন নেভানোর কাজ শুরু করে দেন দমকলকর্মীরা। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটে তা এখনও জানা যায়নি। এলাকার এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ওই আবাসনে ১৭টি পরিবারের বাস রয়েছে। আগুন লাগার পর সকলেই সেখান থেকে বেরিয়ে পড়েন। এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। তবে ওই মাঠের আগুনে পাশের কোয়ার্টারের জানলা-দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকেও লোকজন ভয়ে বাইরে বেরিয়ে আসেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.