ধাউ ধাউ করে জ্বলছে আগুন।
রঞ্জন মাইতি, হলদিয়া: ফের অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যে। শুক্রবার গভীর রাতে আগুন লাগে হলদিয়ার (Haldia) দুর্গাচক সুপারমার্কেটে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় ১০-১৫টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টার কাছাকাছি সময়ে হঠাৎ মার্কেটের একটি দোকানে আগুন লাগতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুনের তীব্রতা এতটা ছিল যে অনেক দূর থেকে আগুনের শিখা জ্বলতে দেখা যায়।
হলদিয়া সুপার মার্কেটে প্রবেশদ্বারের পাশে শিব মন্দির। সেখান থেকে শিশু উদ্যান পর্যন্ত পর পর ১০-১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল বাহিনী। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশ ও দমকল কর্মীদের মধ্যে। তবে স্থানীয়দের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আজগর আলি। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.