Advertisement
Advertisement

ঘোলায় প্লাস্টিক কারখানায় আগুন, ভিতরে কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলেই অনুমান দমকল কর্মীদের৷

Fire broke out in a factory
Published by: Sayani Sen
  • Posted:February 11, 2019 1:43 pm
  • Updated:February 11, 2019 1:43 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী উত্তর ২৪ পরগনার বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোলা৷ আচমকাই প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় আগুন লেগে যায়৷ খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের৷ ওই কারখানার ভিতর বেশ কয়েকজন আটকে থাকারও আশঙ্কা করা হচ্ছে৷ চলছে তাঁদের উদ্ধার করে আগুন নেভানোর কাজ৷

ভিন রাজ্যে বাঙালি যুবকের রহস্যমৃত্যু, মৃতদেহ নিয়ে অবরোধ যশোর রোডে

ঘোলার ওই প্লাস্টিক চেয়ার তৈরির কারখানায় অন্যান্য দিনের মতো সোমবারও কাজ চলছিল৷ দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকাই কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়৷ তা নজরে আসে কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের৷ কারখানা থেকে বাইরে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ মুহূর্তের মধ্যেই গোটা কারখানা গ্রাস করে নেয় আগুন৷ বেশ কয়েকজন কর্মী ওই কারখানার ভিতরেই আটকে পড়েছেন৷ এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ বাইরে থেকে শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে৷ তাই দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়৷ কারখানার ভিতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারের পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে ওই কারখানায় আগুন লেগেছে৷

Advertisement

ফিল্মি কায়দায় জনবহুল রাস্তায় চলল গুলি, আতঙ্ক মেদিনীপুর শহরে

এদিকে, রবিবার রাতে আবারও বড়বাজারে কাপড়ের গুদামে আগুন লেগে যায়৷ যমুনালাল স্ট্রিটের কাছে ওই কাপড়ের গুদাম এক্কেবারে ঘিঞ্জি এলাকায় অবস্থিত৷ তাই দমকল ঘটনাস্থলে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যায়৷ ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু৷ সামান্য ক্ষয়ক্ষতি হলেও, খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ বাগরির পরেই যমুনালাল স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement