Advertisement
Advertisement

Breaking News

এসি থেকে ছড়াল আগুন, ক্ষতিগ্রস্ত শক্তিনগর জেলা হাসপাতালের একাংশ

ঘটনাস্থল পরিদর্শন করেন নদিয়ার জেলাশাসক।

Fire broke out at Nadia's Shaktinagar district hospital
Published by: Sayani Sen
  • Posted:October 11, 2019 2:35 pm
  • Updated:October 11, 2019 2:35 pm  

পলাশ পাত্র, তেহট্ট: নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে আগুন আতঙ্ক। শুক্রবার সকালে সিটি স্ক্যান বিভাগ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন হাসপাতাল কর্মীরা। তার ফলে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের তৎপতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের অনুমান, এসি থেকে আগুন লেগেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

[আরও পড়ুন: ‘একদিকে মানুষ খুন হচ্ছে আর অন্যদিকে মস্তি হচ্ছে’, কার্নিভ্যালকে কটাক্ষ দিলীপের]

শক্তিনগর জেলা এবং সদর হাসপাতালে প্রায় প্রতিদিনই অগণিত মানুষ ভিড় জমান। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকালে বহু মানুষ শক্তিনগর জেলা হাসপাতালে ভিড় জমান। চলছিল সিটি স্ক্যান বিভাগেও কাজ। তবে আচমকাই হাসপাতাল কর্মীরা দেখেন ওই ঘরটি ধোঁয়ায় ভরে গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন আতঙ্ক গ্রাস করে ফেলে রোগী এবং রোগীর পরিজনদের। প্রাণে বাঁচতে সিটি স্ক্যান বিভাগ থেকে বেরনোর হুড়োহুড়ি পড়ে যায়। ইতিমধ্যেই খবর পৌঁছায় দমকলে। প্রায় সঙ্গে সঙ্গেই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই বিভাগের বেশ কয়েকটি এসি নষ্ট হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও রোগীর ক্ষতি হয়নি।

Advertisement

[আরও পড়ুন: গৃহবধূর মুখে অ্যাসিড ছুঁড়ে খুন, অভিযুক্তদের ধরে বেদম মার প্রতিবেশীদের]

হাসপাতালের অগ্নিকাণ্ডের খবর পেয়েই ছুটে আসেন জেলাশাসক বিভু গোয়েল, অতিরিক্ত জেলাশাসক দেবপ্রিয় বিশ্বাস. জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়, হাসপাতাল সুপার সচ্চিদানন্দ। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে দায়িত্ব নেওয়ার পরই শক্তিনগর জেলা হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক। এসি-র পরিস্থিতি যে বিশেষ ভাল নয়, সেকথাও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও কীভাবে এসি থেকেই আগুন আতঙ্ক ছড়াল, হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে সেই প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন জেলাশাসক। যে সংস্থা ওই হাসপাতালে এসি-র সরবরাহ করেছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই সংস্থাকেও শোকজ করা হয়েছে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement