সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ট্রাক দাঁড় করিয়ে তার কেবিনের ভিতরেই চলছিল রান্নাবান্না। আর তাতেই বিপত্তি। স্টোভ ফেটে ট্রাকে আগুন (Fire) লেগে গেল। দুর্গাপুরের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রাক চালক, খালাসি-সহ আহত হন তিনজন। চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার জেরে উখড়া-হরিপুর রোডের শীতলপুর মোড় এলাকায় ভরদুপুরে ছড়াল তীব্র চাঞ্চল্য।
জানা যাচ্ছে, সোমবার দুপুর ১২টা নাগাদ উখরা-হরিপুর রোডের শীতলপুর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে (Truck) আচমকাই আগুন লাগে। আহত হন চালক, খালাসি-সহ তিনজন। ট্রাকের কেবিনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিশিখার পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় ও দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকের ড্রাইভার, খালাসিরা। তাঁদের প্রচেষ্টাতেই বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবহাল ফাঁড়ির পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিও-র কয়লা পরিবহণের জন্য প্রতিদিনই শীতলপুর মোড়ে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে। এদিনও বেশ কয়েকটি ট্রাক একই কারণে সেখানে দাঁড়িয়ে ছিল। বেলা বারোটা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির কেবিনের ভিতরেই দুপুরে খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল ছোট স্টোভে। আচমকা স্টোভটি ফেটে কেবিনের ভিতর আগুন লেগে যায়। সেই সময় কেবিনের ভিতর ছিলেন নিন্দি কুমার যাদব, নিশীথ কুমার যাদব ও সন্তোষ কুমার যাদব নামে তিনজন কর্মী। ঘটনায় তাঁরা তিনজনই আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে স্থানান্তরিত করা হয় অন্ডাল (Andal) মোড়ের একটি হাসপাতালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.