Advertisement
Advertisement

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন, মৃত ১

অসমর্থিত সূত্রের খবর, ঘটনায় মৃত ৩, জখম আরও ৫০৷

Fire breaks out in Murshidabad Medical College Hospital in Beharampur.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 1:42 pm
  • Updated:August 27, 2016 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন৷ ঘটনায় মৃত ১, জখম আরও ৫০৷ অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে৷ তবে সরকারি সূত্রে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি৷ আগুনের তাপ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন৷ খবর পাওয়া গিয়েছে, উদ্ধারকার্যের তদারকিতে উদ্যোগ নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশে মুর্শিদাবাদে রওনা দিল বিশেষ মেডিক্যাল টিম৷

হাসপাতালের তিনতলায় শিশু বিভাগে আগুন লাগে বলে জানা যাচ্ছে৷ আগুন লাগার খবর ছড়াতেই অভিভাবকদের মধ্যে তিনতলায় পৌঁছে শিশুদের উদ্ধার করার হুড়োহুড়ি পড়ে যায়৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে৷ তিনতলায় বিভিন্ন রাসায়নিক পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়৷ হাসপাতালে আগুন নেভানোর ব্যবস্থা থাকলেও ভিতর থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় হাসপাতাল কর্মীদের৷ স্থানীয়রা বাইরে থেকে গাছ বেয়ে তিনতলায় উঠে রোগী ও শিশুদের উদ্ধার করার চেষ্টা করেন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে৷ তবে আগুনের আতঙ্ক এখনও ঘিরে রয়েছে হাসপাতাল চত্বরকে৷

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল সুরিতা পাল জানিয়েছেন, আগুন লাগার ঘটনার পিছনে কারও গাফিলতি ছিল না৷ কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, হতাহতের খবর এখনও তাঁর কাছে পৌছয়নি৷ সিঁড়ি থেকে নামার সময় হুড়োহুড়িতে দু’জন আহত হয়েছেন বলে জানান তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement