Advertisement
Advertisement

চলন্ত লালগোলা প্যাসেঞ্জারের কামরায় আগুন, আতঙ্কিত যাত্রীরা

নদিয়ার ধুবুলিয়া স্টেশনের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে৷

Fire breaks out in Lalgola Passenger
Published by: Sayani Sen
  • Posted:November 17, 2018 2:21 pm
  • Updated:November 17, 2018 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক৷ শনিবার সকালে ডাউন লালগোলা প্যাসেঞ্জারে ধোঁয়া দেখতে পান যাত্রীরা৷ মহিলা কামরার কাছে তিন নম্বর বগিতেই ধোঁয়া দেখতে পান তাঁরা৷ তড়িঘড়ি এই খবর পৌঁছায় আধিকারিকদের কাছে৷ নদিয়ার ধুবুলিয়া স্টেশনে ঢোকার মুখেই দাঁড়িয়ে যায় ট্রেনটি৷ তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় গোটা ট্রেন৷ প্রাথমিক পর্যায়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপক দিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়৷ পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়৷ চলছে আগুন নেভানোর কাজ৷

[‘মারব এখানে, লাশ পড়বে যেখানে সেখানে’! প্রকাশ্যে ফের কুমন্তব্য দিলীপের]

শনিবার সকালে শিয়ালদহ থেকে ছাড়ে ডাউন লালগোলা প্যাসেঞ্জার৷ যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল ট্রেনটি৷ মহিলা কামরার কাছে তিন নম্বর বগিতে আচমকাই ধোঁয়া দেখতে পান যাত্রীরা৷ ট্রেনটি তখন সবে ধুবুলিয়া স্টেশনে ঢুকবে৷ মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ভরে যায় ট্রেনটি৷ শ্বাসকষ্টও শুরু হয়ে যায় কোনও কোনও যাত্রীর৷ আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা৷ চলন্ত ট্রেনে ধোঁয়া দেখেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন৷ কোনওক্রমে ধুবুলিয়া স্টেশনে ঢোকার মুখেই দাঁড় করিয়ে দেওয়া হয় লালাগোলা প্যাসেঞ্জার৷ এদিকে, চলন্ত ট্রেন থামতেই তড়িঘড়ি যাত্রীরা নেমে যান৷ বেশ কয়েকজন যাত্রী আতঙ্কে চলন্ত ট্রেন থেকেও রেললাইনে লাফ দেন৷ ইতিমধ্যেই আগুন-আতঙ্কের খবর পৌঁছে গিয়েছে স্টেশন মাস্টার-সহ অন্যান্য রেল আধিকারিকদের কাছে৷ প্রথম পর্যায়ে ট্রেনে থাকা অগ্নি নির্বাপকের সাহায্যেই আগুন নেভানোর কাজ শুরু হয়৷ তবে তাতে কোনও লাভ হয়নি৷ এরপর খবর পৌঁছায় দমকলে৷ একটি ইঞ্জিনের সাহায্যেই দমকল আধিকারিকরা আগুন নেভানোর কাজ শুরু করেন৷ এখনও চলছে আগুন নেভানোর কাজ৷

Advertisement

[‘মুকুল রায় মুর্দাবাদ’, হুমকি পোস্টারে ছয়লাপ পাহাড়]

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই ট্রেনের মহিলা কামরার কাছে তিন নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা৷ তবে কীভাবে শর্ট সার্কিট হল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্যের সন্ধান পাননি দমকল আধিকারিকরা৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ অনেকেরই অনুমান, স্টেশনের কাছে এই ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হয়েছে৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement