প্রতীকী ছবি
অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে ওএনজিসির কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই ১৫টি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আজ সোমবার দুপুরে সেই আগুন প্রথমে দেখতে পাওয়া যায়। রাসায়নিক ও তেলের কারখানা হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তুও মজুত রয়েছে। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকার আকাশ। খবর দেওয়া হয় ডোমজুড় থানায় ও দমকলে। দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। নিরাপত্তার স্বার্থেই ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়। ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর নেই।
ডোমজুড়ে জাতীয় সড়কের পাশেই ওই ওএনজিসির কারখানা। প্রত্যেক দিনের মতো সোমবারও কাজ চলছিল সেখানে। এদিন দুপুরে হঠাৎই কারখানার একটি অংশে আগুন দেখতে পাওয়া যায়। নিমেষে আতঙ্ক ছড়ায় শ্রমিক-কর্মীদের মধ্যে। এদিকে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে কারখানার অন্যান্য অংশে। কর্মী ও অন্যান্যরা কারখানার বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলের মোট ১৫ টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাসায়নিক কারখানা হওয়ায় দাউদাউ করে জ্বলতে থাকে ওই কারখানার অংশ। এদিকে হাওয়ার গতিবেগও বেশি থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে।
কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সেই সঙ্গে আগুনের তীব্র হলকাও বেরতে দেখা যায়। প্রথম দিকে দমকল কর্মীদেরও আগুন আয়ত্ব আনতে প্রবল বেগ পেতে হয়েছিল। আশপাশ এলাকা থেকে দমকম কর্মীরা আগুন নেভানোর জল সংগ্রহ করেন। কারখানার কিছুটা দূরে শ্রমিক, কর্মীদের থাকার জায়গা রয়েছে। এছাড়া কোনও আবাসস্থল নেই বলেই খবর। ওই থাকার জায়গায় যাতে আগুন না ছড়ায়, তার চেষ্টা চলে। আগুন নেভাতে দমকলের আরও ইঞ্জিন যেতে পারার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে। কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি তদন্ত করতে দেখা হবে বলে পুলিশ ও দমকল আধিকারিকরা জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.