Advertisement
Advertisement

Breaking News

স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ভয়াবহ আগুন, চাঞ্চল্য তেহট্টে

আগুনে ভস্মীভূত কোয়ার্টারের একটি জানলা।

Fire at Tehatta hospital

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 2, 2019 7:50 pm
  • Updated:March 2, 2019 7:50 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোর্য়াটারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদিয়ার তেহট্টের ঘটনা। শনিবার দুপুরে হঠাৎই ওই স্বাস্থ্যকেন্দ্রের পাশে থাকা খড়ের গাদায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীরা। সেই আগুনই ছড়িয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে।

[ঋণখেলাপির অভিযোগ, সিপিএম নেতা দীপক সরকারে বাড়ি বাজেয়াপ্ত করল ব্যাংক]

অভিযোগ দীর্ঘদিন ধরেই তেহট্ট এক ব্লকের চাঁদেরঘাটের কুষ্ঠিয়া স্বাস্থ্যকেন্দ্রের পাশে খড় ,পাটকাঠি স্তূপ করে রাখা হত। মূলত ব্যবসায়ীক কারণেই ওই সব সামগ্রী রাখা থাকত বলে সূত্রের খবর। শনিবার দুপুরে সেখানে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। জানা গিয়েছে, সেই আগুন ছড়িয়ে পড়ে কুষ্ঠিয়া স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের জানলায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় জানলাটি। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১টি ইঞ্জিন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কোয়ার্টারে কেউ ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর মেলেনি। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তাপস সাহা।

Advertisement

[বড়মাকে ডি লিট দেবে কোচবিহারের বিশ্ববিদ্যালয়]

স্থানীয় ও প্রশাসনিক সূত্রের খবর, স্বাস্থ্যকেন্দ্রের জমি বেআইনিভাবে জবরদখল করে সেখানে খড় ও পাটকাঠি রাখতেন স্থানীয় এক ব্যবসায়ী। সেখান থেকেই ব্যবসা চালাতেন তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁকে ওই এলাকায় পাটকাঠি ও বিচুলি রাখতে নিষেধ করা হয়েছিল। যদিও তাতে কর্ণপাত করেননি তিনি। শনিবার সেখানেই আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, অসাবধানতাবশত বিড়ি থেকে আগুন লেগে যায় ওই খড়ের গাদায়। এবিষয়ে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানিয়েছেন, সরকারি জায়গা যারা খারাপ ভাবে ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তবে তৎক্ষণাত বিষয়টি নজরে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement