রাজ কুমার, আলিপুরদুয়ার: বিধ্বংসী দাবানলের গ্রাসে জলদাপাড়া অভয়ারণ্য। দাউদাউ করে জ্বলছে অরণ্যের বিস্তীর্ণ অঞ্চল। আগুনের লেলিহান শিখায় দূর থেকে চোখে পড়ছে লাল আকাশ। এই অভয়ারণ্যেই বাস এক শৃঙ্গ গন্ডার, বাইসনের মতো বহু জীবজন্তুর। দাবানলের গ্রাসে তাদের প্রাণহানির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবেশপ্রেমীরা।
সোমবার রাতে উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের মালঙ্গি বিটেই আগুন লাগার ঘটনা ঘটে। তোর্সার ঘাসবনে আগুন লাগে প্রথমটায়। শুষ্ক জলবায়ুতে অরণ্যের শুকনো পাতা এবং খড়কুটোয় তাই আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দাবানলের গ্রাসে চলে যায় ৮ বর্গ কিলোমিটার গভীর জঙ্গল। তবে মঙ্গলবার সকাল হতেই আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়। কিন্তু কীভাবে ওই আগুন লাগলো, তা নিয়ে চিন্তিত অভয়ারণ্য কর্তৃপক্ষ। প্রাথমিক অনুমান, আশেপাশের কোনও গ্রামের মানুষেক কার্যকলাপই এর জন্যে দায়ী। তবে ঠিক কী কারণে আগুন লাগল তোর্সার পাশের ঘাসবনে, তা আপাতত খতিয়ে দেখছে পুলিশ।
বহু বন্য প্রাণীর জীবন হানির আশঙ্কায় রয়েছেন বনদপ্তর কর্তৃপক্ষ। এদের মধ্যে এক শৃঙ্গ গন্ডার, বাইসন, হরিণ, নীলগাই, ময়ুর ও অন্যান্য পশু-পাখিও রয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঘটছে ক্রমশ। অন্যদিকে জলদাপাড়া সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা গোটা ঘটনায় উদ্বিগ্ন তো বটেই, ভীত এবং সন্ত্রস্তও হয়ে পড়েছেন। কারণ, আগুনের লেলিহান শিখায় এবং তাপে ভয় পেয়ে বন্য জীবজন্তুরা লোকালয়ে হাতি, গন্ডার, বাইসন-সহ বহু পশুরাই পার্শ্ববর্তী ছোট ছোট গ্রামগুলিতে এবং লোকালয় ঢুকে পরছে। যার জেরে আতঙ্কিতদের অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ কোনও স্থানে।
প্রসঙ্গত, একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্যে। কাজেই ৮ বর্গ কিলোমিটার দাবানলের গ্রাসে চলে যাওয়ায় চিন্তিত পরিবেশপ্রেমীরা। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পুলিশ সূত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.