শ্রীকান্ত পাত্র, ঘাটাল: এবার রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা নির্মল চৌধুরির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে এফআইআর দায়ের করল বিজেপি। নিজেকে পুর চেয়ারম্যান দাবি করে শুক্রবার চন্দ্রকোনা থানায় নির্দিষ্ট অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন বিজেপি কাউন্সিলর গোবিন্দপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্মলবাবু নিজের প্রভাব খাটিয়ে পুরসভার মিটিংয়ের রেজোলিউশন খাতা বেআইনিভাবে নিজের হেফাজতে রেখেছেন। এছাড়া সরকারি তথ্য লোপাট করার উদ্দেশ্যে বহু কাগজপত্র গোপন করেছেন নির্মলবাবু।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মল চৌধুরি। তাঁর সাফাই, “আমি পুরসভার চেয়ারম্যান, সমস্ত তথ্য তো আমার হেফাজতে থাকবে। কোনও খাতাই পুরসভার বাইরে যায়নি। সব নথিপত্রই পুরসভার নির্দিষ্ট জায়গায় রয়েছে। এসব হাস্যকর অভিযোগ। আসলে বেকায়দায় পড়ে বিজেপি হাস্যকর অভিযোগ তুলেছে, যা ধোপে টিকবে না।”
শুক্রবার যথারীতি নির্মলবাবু পুরসভায় গিয়ে চেয়ারম্যানের কক্ষে বসেছেন এবং স্বাভাবিক কাজকর্ম করেন। অন্যদিকে, গোবিন্দবাবু বা বিজেপির কোনও কাউন্সিলর এদিন পুরসভামুখী হননি বলে জানা গিয়েছে। পুরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে জোরদার আন্দোলনে নামতে চলেছে বিজেপি। রামজীবনপুরের বিজেপি নেতা জয়ন্ত সিংহ বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নির্মল চৌধুরি এফআইআর করেছেন। তৃণমূলের চাপে পুলিশও তড়িঘড়ি করে আমাদের বিরুদ্ধে নোটিস জারি করেছে। আমরা এবার প্রমাণ করে দেব, নির্মল চৌধুরিই পুরসভার নথিপত্র লোপাট করার উদ্দেশ্যে বহু কাগজপত্র বেআইনিভাবে নিজের হেফাজতে রেখেছেন। শুধু তাই নয়, একের পর এক তথ্য সামনে এনে আমরা নির্মলবাবুর বিরুদ্ধে মামলা করব। রামজীবনপুর জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তৃণমূল রামজীবনপুরে কীভাবে গণতন্ত্রকে খুন করে চলেছে, তা জনগণের সামনে তুলে ধরা হবে। আমরা এখনও বলছি, রামজীবনপুর পুরসভায় তৃণমূল সংখ্যালঘু। বেআইনিভাবে ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূল।”
নিজেকে পুর চেয়ারম্যান হিসাবে দাবি করলেও শুক্রবার পুরসভায় যাননি গোবিন্দবাবু। তিনি এদিন অন্যান্য কাউন্সিলরদের নিয়ে চন্দ্রকোনা থানায় চলে যান। তিনি বলেন, “যেহেতু বিষয়টি নিয়ে আইন আদালতের প্রশ্ন উঠেছে তাই আমরা জোর করে পুরসভায় যাব না। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। মানুষকে সঙ্গে নিয়েই আমরা পুরসভায় যাব। আমি এখনও বলছি, আমিই পুর চেয়ারম্যান।” নির্মলবাবু মঙ্গলবার গেবিন্দবাবু-সহ পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন। তারই পালটা মামলা দায়ের করল বিজেপি। ফলে মামলা, পালটা মামলায় উত্তেজনা ছড়িয়েছে রামজীবনপুর পুর এলাকায়। শুক্রবারও পুরসভার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.