Advertisement
Advertisement

Breaking News

বিধায়ক খুনে গ্রেপ্তার ২, এফআইআরে নাম মুকুল রায়ের

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

FIR against Mukul Roy
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 10, 2019 9:47 am
  • Updated:February 10, 2019 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেবেলায়  প্রকাশ্য মঞ্চে গুলিবিদ্ধ হয়ে বিধায়ক খুনের ঘটনায় গ্রেপ্তার ২। সুজিত মণ্ডল এবং কার্তিক মণ্ডল নামে ২ ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনার এফআইআরে মুকুল রায়ের পাশাপাশি এই দুজনের নাম ছিল বলে পুলিশ সূত্রে খবর।এদিকে, অনুষ্ঠানে বিধায়কের উপস্থিতিতে নিরাপত্তা নিয়ে কর্তব্যে গাফিলতির অভিযোগে হাঁসখালি থানার ওসি অনিন্দ্য বসু ও বিধায়কের দেহরক্ষী প্রভাস মণ্ডলকে সাসপেন্ড করল প্রশাসন। দু’জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিধায়ক খুনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

[ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, ভর সন্ধেবেলা কৃষ্ণগঞ্জে খুন তৃণমূল বিধায়ক]

Advertisement

শাসকদলের যুবনেতা। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিধায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় ছিলেন সত্যজিৎ বিশ্বাস। এলাকার যেকোনও অনুষ্ঠানে ডাকলেই পাওয়া যেত জনপ্রতিনিধিকে। শনিবার সন্ধ্যায় মাজদিয়া ফুলবাড়ির এলাকায় একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাসকদলের এই বিধায়ক। অনুষ্ঠান মঞ্চেই খুব কাছ থেকে বিধায়ককে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলেই মারা যান সত্যজিৎ বিশ্বাস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিধায়ক হিসেবে একজন দেহরক্ষী পেতেন সত্যজিৎ বিশ্বাস। কিন্তু শনিবার তাঁর দেহরক্ষী প্রভাস মণ্ডল ছুটি নিয়েছিলেন। দেহরক্ষী ছাড়াই মাজদিয়া এলাকায় সরস্বতী পুজোর ওই অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক। এই খবর দুষ্কৃতীদের কাছে আগাম ছিল বলে সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে, প্রাথমিকভাবে এমনই অনুমান পুলিশের।  শুধু তাই নয়, অনুষ্ঠান চলাকালীন এলাকায় কমপক্ষে ১০ থেকে ১১ বার লোডশেডিং হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্ধকারের সুযোগ নিয়েই ঘটনার পর চম্পট দেয় আততায়ীরা। একজনের পিছনে ধাওয়া করেছিলেন তাঁরা, কিন্তু ধরতে পারেননি। তদন্তকারীদের সন্দেহ, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে।

এদিকে বিধায়ক খুনের ঘটনায় তৃণমূলের তরফে টুইট করে বিজেপির দিকে অভিযোগ তোলা হয়েছে। শাসকদলের বক্তব্য, লোকসভা ভোটের আগে এলাকার অশান্তি তৈরি করতে পরিকল্পনামাফিক বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুন করেছেন বিজেপি কর্মীরা। রবিবার  হাঁসখালি গিয়ে নিহত বিধায়কের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গিয়েছেন নদিয়া জেলায় দলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। সোমবার হাঁসখালি যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

 

 

ছবি: সঞ্জিত ঘোষ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement