সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দলের জনসভা থেকে ব্যক্তিগত আক্রমণ, পদোন্নতি আটকে দেওয়ার হুমকি। বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর করলেন পুরুলিয়া জেলাশাসক অলোকেশ প্রসাদ রায়। বলরামপুর থানায় মুকুল রায়ের জনসভার সিডিও জমা দিয়েছেন তিনি। এদিকে জেলাশাসকের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ করেছেন বিজেপি-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তাঁর বক্তব্য, মুকুল রায় যা বলেছেন, ঠিকই বলেছেন।
[ স্বামী-প্রেমিক দু’জনকেই ফাঁদে ফেলে আর্জিনা! মধ্যমগ্রামে নৃশংস খুনে নয়া মোড়]
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেদিন পুরুলিয়ার বলরামপুরের সরাই ময়দানের জনসভা ছিল বিজেপির। সভায় হাজির ছিলেন মুকুল রায়, জয় বন্দ্যোপাধ্যায়-সহ দলের রাজ্য নেতারা। পুরুলিয়া জেলাশাসকের অলোকেশ প্রসাদ রায়ের অভিযোগ, বলরামপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুকুল। বলেছেন, ‘তাঁর কীভাবে পদোন্নতি হয়, তা দেখে নেবেন।’ শুধু তাই নয়, পুলিশ সুপার আকাশ মাঘারিয়াকেও বিজেপি নেতা মুকুল রায় আক্রমণ করেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে বলরামপুর থানায় এফআইআর করেন পুরুলিয়ার জেলাশাসক। জনসভায় মুকুল রায়ের ভাষণেরও সিডিও তিনি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
এবারের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের পুরুলিয়ার রীতিমতো ভাল করেছে গেরুয়া শিবির। বেশ কয়েকটি পঞ্চায়েত, এমনকী পঞ্চায়েত সমিতির আসনেও জিতেছেন বিজেপি প্রার্থীরা। এদিকে ভোটে মিটতে আবার জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হয় দুই বিজেপির কর্মীর। দু’জনেরই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার শোরগোল পড়ে যায় রাজ্যে। তখন পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন জয় বিশ্বাস। তাঁকে মুকুল রায় প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। পরে জয় বিশ্বাসকে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেয় সরকার।
এদিকে জেলাশাসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও, মুকুল রায়ের পাশেই দাঁড়িয়েছে বিজেপি-র পুরুলিয়া জেলা নেতৃত্ব। দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী অভিযোগ, শাসকদলকেই খুশি রাখার চেষ্টা করছেন জেলাশাসক। তাই মুকুল যা বলেছেন, তা সঠিক।
দেখুন ভিডিও:
[সীমান্তের কাঁটাতারে মোমবাতি জ্বালিয়ে দীপাবলি উদযাপন বিএসএফের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.