Advertisement
Advertisement

Breaking News

ধুলাগড় কাণ্ডে সাংবাদিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল রাজ্য সরকার৷

FIR against journalists for spreading news of Dhulagarh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 5:52 pm
  • Updated:December 27, 2016 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুলাগড়ে সংঘর্ষের খবর সম্প্রচার করার অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল রাজ্য সরকার৷ অভিযোগ উঠেছে বেসরকারি সংবাদ মাধ্যমের সিনিয়র এডিটর সুধীর চৌধুরী, সাংবাদিক পূজা মেহতা এবং চিত্র সাংবাদিক তন্ময় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে৷

এই মামলার বিরুদ্ধে ফেসবুকে সরব হয়েছেন সুধীর চৌধুরী৷ রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ জামিন অযোগ্য ধারায় কেন মামলা দায়ের করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

Advertisement

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে রয়েছে হাওড়ার ধুলাগড়৷ সংঘর্ষে এখনও পর্যন্ত আহত হয়েছেন ২৫ জনেরও বেশি৷ শনিবার হাওড়ার ধুলাগড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় বিজেপির সংসদীয় প্রতিনিধিদল৷ কিন্তু ধুলাগড়ে ঢোকার মুখেই পুলিশ তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement