সৌরভ মাজি, বর্ধমান: এবার আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দু-দুটি অভিযোগ দায়ের হল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানায়। তাঁর বিরুদ্ধে অপরাধে উৎসাহ দেওয়া, সরকারি আদেশ অমান্য করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সিভিক ভলান্টিয়ার শ্যামল মণ্ডল ও মেমারির কলানবগ্রামের বাসিন্দা তন্ময় ঘোষ নামে একজন এই অভিযোগগুলি দায়ের করেছেন। এর আগে বিজেপির থিম সংয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সম্মানহানির অভিযোগে বাবুলের বিরুদ্ধে এফআইআর হয়েছিল আসানসোল দক্ষিণ থানায়।
[ নোটিসের ড্রাফটিং ঠিক নেই, কমিশনের শোকজ প্রসঙ্গে পালটা বাবুলের]
গত সোমবার কলকাতার দিক থেকে আসানসোল যাওয়ার পথে শক্তিগড়ে সদলবলে থামেন বাবুল সুপ্রিয়। সেই সময় ওই এলাকায় ভিভিআইপি ডিউটি করছিলেন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। ওই পথ দিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল। তিনি জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। শক্তিগড়ে জাতীয় সড়কে দড়ি ধরে দাঁড়িয়েছিলেন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। রাস্তায় দড়ি ধরে দাঁড়িয়ে দেখে বাবুল সুপ্রিয় সেখানে গাড়ি থামান। লিখিত অভিযোগে তন্ময়বাবু পুলিশকে জানিয়েছেন, সেখানে একটি ল্যাংচার দোকানের সামনে আরও কয়েকজনের সঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় বাবুল সুপ্রিয় গাড়ি করে এসে কয়েকজনকে নিয়ে দোকানের সামনে দাঁড়ান। দলের লোকজনকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ইট মারতে। কিছু হলে তিনি বুঝে নেবেন। অভিষেক ও তৃণমূলের নামে গালিগালাজও করেন। সিভিক ও পুলিশকর্মীদের চমকান। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের কাছ থেকে টেনে দড়ির বেষ্টনি খুলে দেন। এমনকী, নিরাপত্তাজনিত নির্দেশ না মানার জন্য প্ররোচিত করেন বলেও অভিযোগ করেছেন তিনি। সিভিক ভলান্টিয়ার শ্যামল মণ্ডলও একই ধরনের অভিযোগ করেছেন পুলিশে। এদিকে শক্তিগড়ের ঘটনাটি ভিডিও-সহ টুইট করেছেন বাবুল সু্প্রিয়। তবে শক্তিগড় থানায় জোড়া এফআইআর নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জী, অর্থাৎ যাঁকে মানুষ ‘পিসির ভাইপো’ বলে জানেন, তিনি যাবেন বলে দুঘন্টা আগে থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের দুধারে (শক্তিগড়ে)দড়ি দিয়ে ব্যারিকেড করছে😡পড়বি তো পর আমার সামনে😀দড়ি খুলে দিয়েছি বন্ধুগণ•সময় এলে প___ pic.twitter.com/SU3DWDuocl
— Chowkidar Babul Supriyo (@SuPriyoBabul) 18 March 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.