ছবি: প্রতীকী।
স্টাফ রিপোর্টার, বারাসত: অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার বারাসতের। বাবা এবং মেয়ের অ্যাকাউন্ট থেকে গায়েব ৩৩হাজার ৭০০ টাকা। প্রতারিত পার্থ রায় চৌধুরী এবিষয়ে বারাসত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ আগস্ট স্ত্রীকে নিয়ে পুরী যাওয়ার কথা পার্থবাবুর। সেই কারণে তার মেয়ে পুস্পা হোটেল বুকিংয়ের জন্য গুগল সার্চ করে নম্বর বের করেন। রবিবার সন্ধেয় সেই নম্বরে ফোন করলে বলা হয় তিন দিনের জন্য হোটেল ভাড়া একসঙ্গে দিয়ে দিতে হবে। অনলাইনের মাধ্যমে পৌলমী ৫ হাজার ১০০ টাকা দিয়ে দেন। এর কিছুক্ষন পর পৌলমীকে ফোন করে অন্য অ্যাকাউন্ট থেকে ফের হোটেল ভাড়ার টাকা পাঠাতে বলা হয়। একইসঙ্গে তাকে জানানো হয় প্রথমে যে টাকা পাঠানো হয়েছিল সেটা ফেরত দেওয়া হবে। পৌলমী বিশ্বাস করে ফের অনলাইনে বাবার একাউন্ট থেকে ৫ হাজার ১০০ টাকা পাঠায়। এরপর বুকিং হয়েছে বলে জানিয়ে তাঁদের আধার নম্বরও নেওয়া হয়।
এর কিছুক্ষণের মধ্যেই তাঁর বাবার অ্যাকাউন্ট থেকে ২৩হাজার ৫০০ টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। পৌলমী প্রথমে যে টাকা পাঠিয়েছিল সেই টাকাও ফেরত দেওয়া হয় না। এরপরই তারা বুঝতে পারেন সবমিলিয়ে তাদের ৩৩হাজার ৭০০টাকা প্রতারণা করা হয়েছে। এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পার্থ রায় চৌধুরী বলেন, “বেড়াতে যাওয়ার জন্য এখন অনেকেই অনলাইনে হোটেল বুক করেন। কিন্তু সেটা করতে গিয়ে এভাবে প্রতারিত হতে হবে বুঝতে পারিনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.