Advertisement
Advertisement
Financial fraud

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নামে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৪

প্রতারিত হয়েছেন অনেকেই।

Financial fraud in the name of govt scheme, 4 youth arrested | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 13, 2021 3:44 pm
  • Updated:August 13, 2021 3:58 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সরকারি প্রকল্পের নামে টাকা আদায়ের অভিযোগ। গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার-সহ চারজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। ধৃতদের শুক্রবার তোলা হবে জলপাইগুড়ি আদালতে।

একুশের নির্বাচনের (West Bengal Assembly Elections) আগে তৃণমূল সুপ্রিমো একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে ছিল কৃষকবন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কৃষকবন্ধু প্রকল্প আগেই চালু করেছে তৃণমূল সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনের পদ্ধতিও জানিয়েছেন। সরকারের তরফে জানানো হয়েছে, ১৬ আগষ্ট থেকে শুরু হবে দুয়ারে সরকার। সেখানেই আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে জলপাইগুড়িতে বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে টাকা তোলার ছক কষেছিলেন পেশায় সিভিক ভলান্টিয়র বাপ্পা দে সরকার ও তার দলবল।

Advertisement

[আরও পড়ুন: বৈবাহিক সম্পর্কে টানাপোড়েনের জের? গলার নলি কেটে খুন মা, খালের জলে পড়ে মৃত সন্তান]

অনেকেই সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার আশায় টাকা দিয়ে আবেদন করেন। মাস খানেক এভাবেই চলছিল। তবে শেষরক্ষা হল না। অবশেষে জালিয়াতির বিষয়টি জানতে পারে পুলিশ। এরপরই বৃহস্পতিবার রাতে শিখা দে সরকার, বাপ্পা দে সরকার, বাপি দে সরকার এবং বিশ্বজিৎ মহন্ত নামে চার অভিযুক্তকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এদের মধ্যে বাপ্পা দে সরকার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে সিভিক ভলান্টিয়ার পদে কর্তব্যরত বলে জানা গিয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ।

[আরও পড়ুন: Exclusive: কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানিতে এখনও তিমিরে Ghatal Master Plan, জেনে নিন বিস্তারিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement