সঞ্জিত ঘোষ, নদিয়া: সিমেন্ট কেনার নাম করে প্রতারণা। প্রতারিত এক বিল্ডার্সের দোকানের মালিক। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরে।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, এক ব্যক্তি স্কুলের নাম করে ফোন করেন ওই বিল্ডার্সের মালিককে। দশ বস্তা সিমেন্ট পাঠাতে বলা হয়। জানানো হয়, অনলাইনে টাকা পাঠাচ্ছেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি ফোন করে দোকান মালিককে জানান, তিনি ভুল করে ১০ বস্তা সিমেন্টের দামের বদলে তিরিশ হাজার টাকা পাঠিয়ে ফেলেছেন। এর পর হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশটও পাঠান। বলেন, সিমেন্টের দাম রেখে বাকি টাকা ফেরত দিতে। দোকান মালিক অ্যাকাউন্ট চেক না করেই মোট তিনবারে ২৬ হাজার টাকা ফেরতও পাঠিয়ে দেন।
এর পর দোকান মালিক নিজের অ্যাকাউন্ট চেক করতেই চক্ষুচড়ক গাছ! দেখেন, তাঁর অ্যাকাউন্টে কোনও টাকাই ঢোকেনি। এর পর টাকা চাইতেই উলটে ওই দোকান মালিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তখন তিনি বুঝতে পারেন যে, প্রতারিত হয়েছেন। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত নেমেছে পুলিশ প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.